চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও জেনারেল নলেজের প্রশ্নগুলি রপ্ত করা উচিত। কারণ, বেশিরভাগ সময়ে এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। শুধু তাই নয়, সাধারণ জ্ঞান মানুষের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তুলতেও সাহায্য করে। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত?
উত্তরঃ ৫২ সেকেন্ড।
২) প্রশ্নঃ ভারতের মুদ্রার নাম রুপি কে রেখেছিলেন?
উত্তরঃ শেরশাহ সুরি।
৩) প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক মাছ উৎপাদক দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৪) প্রশ্নঃ ভারতের কোন গাছটি সোনার চেয়েও দামি?
উত্তরঃ লাল চন্দন।
৫) প্রশ্নঃ ভারতের ‘মিসাইল ম্যান’ নামে পরিচিত কে?
উত্তরঃ ডক্টর এপিজে আবদুল কালাম।
৬) প্রশ্নঃ ভারতীয় নোটে গান্ধীজীর ছবি প্রথম কবে ছাপা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৯ সালে।
৭) প্রশ্নঃ ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি?
উত্তরঃ আমেরিকা।
৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পুলিশ স্টেশন রয়েছে?
উত্তরঃ তামিলনাড়ুতে।
৯) প্রশ্নঃ ভারতের ভূস্বর্গ নামে পরিচিত কোন অংশটি?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
১০) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল?
উত্তরঃ কলকাতায়।
১১) প্রশ্নঃ সৌর মন্ডলের সবুজ গ্রহ কাকে বলা হয়?
উত্তরঃ সবুজ গ্রহটি হল ইউরেনাস।
১২) প্রশ্নঃ এশিয়ার সবচেয়ে পুরনো শেয়ার মার্কেট কোনটি?
উত্তরঃ বোম্বে স্টক এক্সচেঞ্জ।
১৩) প্রশ্নঃ বিহু কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তরঃ আসামের লোকনৃত্যের নাম বিহু।
১৪) প্রশ্নঃ দীঘার বিশাল জনসমুদ্র ওপারে রয়েছে কোন স্থলভাগ?
উত্তরঃ আন্টার্টিকা।
১৫) প্রশ্নঃ ভারতের জাতীয় গাড়ির নাম কী?
উত্তরঃ হিন্দুস্থান অ্যাম্বাসেডর।