লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউতে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের তথ্যগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন শহরকে ‘বাংলার অক্সফোর্ড’ বলা হয়?
উত্তরঃ নদীয়া জেলার নবদ্বীপকে ‘বাংলার অক্সফোর্ড’ বলা হয়।
২) প্রশ্নঃ মানুষ সর্বোচ্চ কত বছর বেঁচে থাকতে পারে?
উত্তরঃ মানুষের সর্বোচ্চ আয়ুষ্কালের একটি জৈবিক সীমা থাকতে পারে, যা প্রায় ১১৫ বছর।
৩) প্রশ্নঃ করোনা ভাইরাসের আক্ষরিক অর্থ কী?
উত্তরঃ করোনাভাইরাস শব্দটি ল্যাটিন ভাষার করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ মুকুট।
৪) প্রশ্নঃ বিশ্বের সবচাইতে সরু দেশ কোনটি?
উত্তরঃ চিলি।
৫) প্রশ্নঃ ভারতের সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি?
উত্তরঃ সিকিম।
৬) প্রশ্নঃ কিং কোবরার প্রিয় খাদ্য কোনটি?
উত্তরঃ ইঁদুর কোবরার প্রিয় খাদ্য।
৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে দুজন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন?
উত্তরঃ সান ম্যারিনোতে।
৮) প্রশ্নঃ বাঘের আগে কোন প্রাণীটি ভারতের জাতীয় পশু ছিল?
উত্তরঃ সিংহ (১৯৭২ সাল পর্যন্ত)।
৯) প্রশ্নঃ ভারতের আইসক্রিমের শহর বলা হয় কাকে?
উত্তরঃ ভারতের ম্যাঙ্গালরু (Mangaluru) শহর ‘আইসক্রিম সিটি’ নামে পরিচিত।
১০) প্রশ্নঃ উল্কাপিণ্ড দ্বারা সৃষ্টি হয়েছে ভারতের কোন হ্রদটি?
উত্তরঃ মহারাষ্ট্রের লোনার হ্রদ।
১১) প্রশ্নঃ ভারতের কোন স্থানের উপর দিয়ে উড়োজাহাজ চলাচল করা নিষিদ্ধ?
উত্তরঃ তাজমহল।
১২) প্রশ্নঃ ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গ। (প্রথমে বিহার)।
১৩) প্রশ্নঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আগে রাজধানী কী ছিল?
উত্তরঃ করাচি।
১৪) প্রশ্নঃ টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি এই তিন ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান কে?
উত্তরঃ সুরেশ রায়না।
১৫) প্রশ্নঃ ভারতীয়রা কোন সংখ্যাকে ‘পরম শত্রু’ বলে মনে করে?
উত্তরঃ ১৩। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ১৩ সংখ্যাটি মানুষের অশুভ বলে মনে করা হয়। কেউ কেউ এই সংখ্যাকে পরম শত্রু বলেও মনে করে।