নিজের প্রিয় ক্লাব বার্সালোনা ছাড়ার পর যোগ দিয়েছিলেন পিএসজিতে। গত মৌসুমের আগে সেটিও ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে।গায়ে জড়িয়েছিলেন ব্যাকহামের ক্লাব ইন্টার মায়ামি জার্সি।এখন শোনা যাচ্ছে আমেরিকার মেজর সকার লিগ ছাড়তে পারেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে তার। ছোটবেলার ক্লাব নিউওয়েলসে ফিরতে পারেন মেসি। সেখানে খেলে ক্যারিয়ার শেষ করতে পারেন। তবে মেসির আমেরিকা ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে।
২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ। মূলত সেই বিশ্বকাপ ঘিরে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতেই তাকে মায়ামিতে নেওয়া হয়েছিল।
সকার লিগ ছাড়া প্রসঙ্গে মেসি বলেন, ‘যদি আমাকে একদিন পরই আর্জেন্টিনা যেতে হয়, আমি রাজি। নিউওয়েলসের হয়ে এখনো খেলতে চাই। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানদের ভবিষ্যৎ। ওরা যাতে শান্তিতে থাকতে পারে, সেটাই আমি চাই। আমাদের দেশের অবস্থা এখনো খুব খারাপ। রাস্তায় বেরোলে ছিনতাই হচ্ছে। কেউ কাউকে খুন করে দিচ্ছে। সেখানে আমার সন্তানদের নিয়ে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে।’
জানা যাচ্ছে ইন্টার মায়ামি ছাড়লে ৩৭ বছর বয়সি তারকা ফিরতে পারেন আর্জেন্টিনাতেই। তাঁর ছোটবেলার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে হয়ে খেলার সম্ভাবনাই বাড়ছে। অবশ্য তার জন্য আরও বছর খানেক অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, ২০২৫-র ডিসেম্বরে তিনি পুরনো ক্লাবে ফিরতে পারেন। যেখানে তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত খেলেছিলেন।