ইন্টারভিউতে কেবল পুঁথিগত বিষয় নয়, কখনো কখনো পারিপার্শ্বিক ও জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন করা হয়, যা শুনে অনেকেই ঘাবড়ে গিয়ে যান। আসলে এই ধরনের প্রশ্নগুলি এই কারণেই করা হয়, যাতে বোঝা যায় ওই প্রার্থীর কতটা উপস্থিত বুদ্ধি রয়েছে। এবার তেমনই কিছু প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক..
১) প্রশ্নঃ ভারতের কোন শহরটি ‘সোনার শহর’ নামে পরিচিত?
উত্তরঃ অমৃতসর।
২) প্রশ্নঃ ভারতের মতো আর কোন দেশের জাতীয় ফল আম?
উত্তরঃ পাকিস্তানের জাতীয় ফল আম।
৩) প্রশ্নঃ কোন দেশটির কোনও রাজধানী নেই?
উত্তরঃ নাউরু।
৪) প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ মুদ্রা কোনটি?
উত্তরঃ কুয়েতি দিনার (KWD) হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা।
৫) প্রশ্নঃ কোন পাখি ক্ষণে ক্ষণে রঙ বদলাতে পারে?
উত্তরঃ সুরাকাভ
৬) প্রশ্নঃ মানুষের আত্মার আনুমানিক ওজন কত?
উত্তরঃ ২১ গ্রাম (গবেষণায় প্রমাণিত)।
৭) প্রশ্নঃ সাপ ও মই খেলা প্রথম কোথায় শুরু হয়েছিল?
উত্তরঃ ভারতবর্ষে।
৮) প্রশ্নঃ মোবাইল আবিষ্কার কে করেন?
উত্তরঃ মার্টিন কুপার।
৯) প্রশ্নঃ কোন দেশে রাত বারোটায় সূর্য ওঠে?
উত্তরঃ নরওয়ে।
১০) প্রশ্নঃ কালো গোলাপ কোন দেশে পাওয়া যায়?
উত্তরঃ তুরস্ক।
১১) প্রশ্নঃ ঋকবেদে উল্লেখিত ২৫টি নদীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
উত্তরঃ সরস্বতী নদী।
১২) প্রশ্নঃ কোন গুপ্ত সম্রাট ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিত?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৩) প্রশ্নঃ চরকসংহিতা নামক গ্রন্থটি কোন বিষয়ের উপর লেখা হয়েছে?
উত্তরঃ চিকিৎসা ভিত্তিক।
১৪) প্রশ্নঃ কোন ব্যক্তিকে মুকুটহীন রাজা বলা হয়?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
১৫) প্রশ্নঃ এমন কোন অঙ্গ যা স্ত্রী কখনো তার স্বামীকে স্পর্শ করতে দেয় না?
উত্তরঃ পা (বিভ্রান্ত করতেই এই প্রশ্ন করা হয়)।