বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোন নিয়ে বরাবরই উত্তেজনা লক্ষ্য করা লোকজনের মধ্যে। বর্তমানে অ্যাপের সর্বশেষ স্মার্টফোন আইফোন 15 সিরিজ। যা লঞ্চ হয়েছে গত বছর। সেই ফোন এখন দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে। প্রায় 18,000 টাকা বাঁচাতে পারবেন। নতুন অ্যাপেল আইফোনে রয়েছে দারুণ ক্যামেরা, ডিসপ্লে এবং প্রসেসর। অ্যান্ড্রয়েড থেকে যারা আইফোনে আসতে চাইছেন তাদের জন্য এটাই সেরা সুযোগ।
দেরি করলেই ফসকে যাবে অফার। সস্তায় আইফোন 15 কেনার শখ পূরণ করতে দারুণ অফার আনল ফ্লিপকার্ট। 2023 সালে লঞ্চ হয় আইফোন 15 সিরিজ। যা সংস্থার সর্বশেষ স্মার্টফোন সিরিজ এবং সবথেকে প্রিমিয়াম স্মার্টফোনও বটে। কিন্তু, দামের কারণে অনেকেই এটি কিনতে পারেননি।
দারুণ ডিজাইন, ক্যামেরা-সহ গুচ্ছের ফিচার্স নিয়ে হাজির হয়েছে অ্যাপেল। এই সবই মিলবে আইফোন 15-তে। তবে এটির রিটেল প্রাইস রয়েছে 79,900 টাকা। যা অনেকের সামর্থ্যের বাইরে। কিন্তু, আজ যে অফারের কথা আলোচনা করা হল সেখানে 62,000 টাকায় কিনতে পারবেন এই হ্যান্ডসেট।
ফ্লিপকার্টে আইফোনের উপর বড় ছাড়
ভারতে আইফোন 15 একই দামে লঞ্চ হয় যে দামে লঞ্চ হয়েছিল আইফোন 14। স্মার্টফোনের 128GB ভ্যারিয়েন্টের দাম 79,900 টাকা, 256GB ভ্যারিয়েন্টের 89,900 টাকা এবং 512GB ভ্যারিয়েন্টের দাম 1,09,900 টাকা। তবে ফ্লিপকার্ট সেলে 128GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 62,224 টাকায়।
ফোনের উপর এক্সচেঞ্জ ডিসকাউন্ট রয়েছে 54,990 টাকা পর্যন্ত, সঙ্গে 3,825 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। যদি সাইটে উল্লেখিত ব্যাঙ্কের কার্ড দিয়ে স্মার্টফোনটি কেনেন। গ্রাহকেরা চাইলে UPI দিয়েও দাম মেটাতে পারেন। কেউ যদি পুরনো আইফোন 14 এক্সচেঞ্জ করেন তাহলে 54,000 টাকার ছাড় পেয়ে যাবেন।
তবে কারও কাছে যদি আরও পুরনো আইফোন 12 মডেল থাকে তাহলে 20,850 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে বেশ কম দামে কিনতে পারবেন আইফোন 15।
আইফোন 15 সিরিজ স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে রয়েছে 6.1 ইঞ্চি ডিসপ্লে। আগের মডেলের থেকে এই সিরিজে ক্যামেরা আরও উন্নত করা হয়েছে। মিলবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। যেখানে আইফোন 14 মডেলে রয়েছে 12 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। সংস্থার দাবি, কম আলো এবং পোর্ট্রেট মোডে দুর্দান্ত ছবি তুলতে পারে আইফোন 15।
স্মার্টফোনে রয়েছে অ্যাডভান্স ক্যামেরা এবং HDR সাপোর্ট। 4K ভিডিয়ো রেকর্ড করা যাবে আইফোন 15-তে। অ্যাপেল আরও দাবি করেছে, এই স্মার্টফোনে টানা 20 ঘণ্টা ভিডিয়ো প্লেব্যাক করা যাবে। ভিডিয়ো স্ট্রিম করা যাবে 16 ঘণ্টা এবং সিঙ্গেল চার্জে 80 ঘণ্টা অডিও শোনা যাবে। এতে প্রসেসর রয়েছে A16 Bionic চিপসেট। এবারের আইফোন 15 সিরিজে বড় আপগ্রেড USB টাইপ-সি পোর্ট।