সম্প্রতি আইফোন সংক্রান্ত একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এবার থেকে ভারতে আইফোন তৈরি করবে টাটা গ্রুপ যার জন্য তারা অগাস্টের মধ্যেই চুক্তি সম্পন্ন করতে চাইছে। সূত্রের মাধ্যমে এই খবরটি প্রকাশ্যে এসেছে। তবে প্রথম কোন স্থানীয় কোম্পানি আইফোন তৈরি করার ক্ষেত্রে পদক্ষেপ রাখতে চলেছে। বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে এক্ষেত্রে এগিয়ে রয়েছে এমনকি প্রশংসাও কুরিয়েছে টাটা গ্রুপ।
রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই কর্ণাটকের দক্ষিণ অংশের উইস্ট্রন কর্পোরেশনের যে কারখানাটি আছে, সেটি কিনে নেবে টাটা গ্রুপ। এর সম্ভাব্য মূল্য হতে পারে ৬০০ মিলিয়ন ডলারের বেশি। এই কারখানায় প্রায় দশ হাজারেরও বেশি কর্মী নিযুক্ত আছে এবং যাদের হাত ধরে মার্কেটে লঞ্চ করেছে আইফোন 14 এর অত লেটেস্ট মডেল।
ভারতে আইফোনের যে ব্যবসাটি এতদিন ধরে চালাচ্ছিল উইস্ট্রন সেটি থেকে তারা বেরিয়ে আসার পরিকল্পনা করছে। কিন্তু ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত উইস্ট্রন কারখানা থেকে কমপক্ষে ১.৮ বিলিয়ন ডলার মূল্যের আইফোন তৈরির করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের পরিকল্পনাও ছিল আগামী বছরের মধ্যে কর্মী সংখ্যা যাতে তিনগুণ করা যায়। ক্ষমতা হস্তান্তর করা হলে টাটা গ্রুপ এই সমস্ত কাজ দক্ষতার সাথেই করবে। কিন্তু এ বিষয়ে উইস্ট্রন কিংবা টাটা গ্রুপ কোনরকম কথা প্রকাশ্যে আনেন নি সংবাদমাধ্যমের সামনে।
ভারতবাসীর কাছে সত্যি এটি গর্বের বিষয় যে এখন থেকে তারা মেড ইন ইন্ডিয়া আইফোন পাবে। যখন এই আইফোনটি ভারতেই তৈরি হবে স্বাভাবিকভাবেই এর মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইফোনপ্রেমীদের জন্য সুখবর রয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই iPhone 15 সিরিজের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার কথা রয়েছে। কিন্তু সেগুলোর দাম আদো কমবে কিনা তা জানা যায়নি।
টাটা গ্রুপ হতে চলেছে অ্যাপলের চতুর্থ আইফোন অ্যাসেম্বলার। বর্তমানে ফ্রক্সকন্ন, লস্কারে, পেগাট্রন দেশে অ্যাপলের জন্য আইফোন অ্যাসেম্বল করছে। অ্যাপেলের হয়ে এই কাজ খুব তাড়াতাড়ি করতে চলেছে ভারতের টাটা গ্রুপ। সূত্রের মাধ্যমে তথ্য জানা গেছে যে, ২০২৩ সালের Apple iPhone 15 সিরিজের ফোনের ৫ শতাংশ তৈরি করবে টাটা গ্রুপ। যদি নিজেদের দেশে আইফোন তৈরি হয় তাহলে ভাবতে পারছেন গ্রাহকরা কত বেশি সুবিধা পাবে। আইফোনের দাম আগের থেকে অনেকটাই কমে যাবে। এছাড়া, iPhone 15 এর ডেলিভারি এখন থেকে হবে অনেক দ্রুত। আমদানি খেয়েছ এখন থেকে বাড়তি কোন ট্যাক্স দিতে হবে না। ফলে দাম কমার সাথে সাথে উৎপাদনও বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে বহুমূল্য আইফোন।