বাজারে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক স্কুটার। পেট্রোলের উত্তরোত্তর দাম বৃদ্ধির ফলে বর্তমানে মানুষ বৈদ্যুতিক স্কুটারের দিকে আকৃষ্ট হচ্ছেন। আর এভাবে বাজারে ধীরে ধীরে জায়গা কথা নিচ্ছে বৈদ্যুতিক স্কুটার।
বর্তমানে দেশ জুড়ে বৈদ্যুতিক স্কুটারের রমরমা লক্ষ্য করা গিয়েছে। আর তাই বিভিন্ন সংস্থা তাদের কারখানায় তৈরি করছে বৈদ্যুতিক স্কুটার। তাতে থাকছে একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন। বাজারে আসতে চলেছে একটি বৈদ্যুতিক স্কুটার।
এই স্কুটারটি হতে চলেছে দর্শনীয়। স্কুটারটি যদিও বাজারে ৩ মাস হতে চলেছে লঞ্চ হওয়ার। এখনও পর্যন্ত এটি হাজার হাজার ইউনিট বিক্রি হয়েছে। যা গ্রাহকদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছে। নতুন বৈদ্যুতিক স্কুটারটি গ্রাহকেরা বেশ পছন্দ করছেন।
বৈদ্যুতিক স্কুটারটি হল iVOOMi S1। এটির বিস্তারিত এবার জেনে নেওয়া যাক । এটিতে দেওয়া হয়েছে শক্তিশালী মোটর। যা ২০০০ ওয়াট শক্তি বহন করে। এর সঙ্গে রয়েছে 60V/35Ah লিথিয়াম আয়ন ব্যাটারি।
এই ইঞ্জিনে সাহায্যে স্কুটারটি খুব সহজেই দূর পথ অতিক্রম করতে পারবে। সংস্থা জানিয়েছে, স্কুটারটি ১১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। এছাড়া এটি সর্বাধিক শক্তি সহ শক্তিশালী পিকআপ টর্ক তৈরি করতে সক্ষম। স্কুটারটি ঘন্টায় ৫৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। স্কুটারটি যেকোনো শক্তিশালী বাইকের থেকে কম নয়। তাই ভারতের বাজারে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
গত তিন মাসে এটির হাজার হাজার ইউনিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ইতিমধ্যে বাজারে একাধিক মডেলের স্কুটার লঞ্চ হয়েছে যা বৈদ্যুতিক। আপনি স্কুটার কেনার পরিকল্পনা করে থাকলে এই মডেলটি বাড়িতে নিয়ে আসতে পারেন। এটিতে রয়েছে একাধিক ফিচার্স সহ স্মার্ট কানেক্টিভিটি, অনেক বেশি শক্তিশালী ও বৈদ্যুতিক হওয়ায় এটি পরিবেশের কোনো ক্ষতি করে না।