বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবার জন্য সুশাসন কায়েম করবে। চাঁদাবাজি, সন্ত্রাস আর দুর্নীতির মূলোৎপাটন করবে। সেবা পৌঁছে দেয়া হবে জনগণের দোরগোড়ায়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘৫ আগস্ট তরুণ প্রজন্মের সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা হারিয়ে যেতে দেওয়া যাবে না। গত ১৬ বছর আওয়ামী লীগের ভোট ডাকাতি, টাকা পাচার, গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
হামিদ আযাদ বলেন, দেশের মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের যেমন চায় না, তেমনি নতুন কেউ ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনায় আসুক সেটিও চায় না। বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীনের আন্দোলনের জন্য ২০২৫ সাল টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি না, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।
লেমশীখালী ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত এসময় বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আবু মুছা। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাস্টার ইব্রাহীম কুতুবী, মাস্টার হাবিব উল্লাহ, ডাক্তার সেকান্দরসহ প্রমুখ।