ফোন মেসেজ অনেক সময় ভুল ব্যাখ্যা করে থাকে। আমরা যেভাবে অনুভব করি এবং প্রকাশ করি তা মেসেজে বোঝানো যায় না। মুখোমুখি কথা না হলে আমরা আকর্ষণ এবং অর্থ হারিয়ে ফেলতে পারি। মুখোমুখি কথোপকথনে একটি নির্দিষ্ট ঘনিষ্ঠতা ও রয়েছে। যা মেসেজে হারিয়ে যায়। সাইকোথেরাপিস্ট এমিলি এইচ স্যান্ডার্স, হিন্দুস্তান টাইমসের একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যদিও মুখোমুখি কথোপকথনের জন্য সাহসের প্রয়োজন হয়। সেখানেও ঘনিষ্ঠতা এবং দুর্বলতা প্রায়ই তৈরি হয়। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই ফোন মেসেজে কেবল প্রেম প্রকাশ করাই ভাল’।
ক্ষমাপ্রার্থনা
আমাদের কখনই মেসেজের মাধ্যমে ক্ষমাপ্রার্থনা করা উচিত নয়। অন্য ব্যক্তিকে পর্যাপ্ত সময় দিন। এরপর সময় বুঝে মাফ চেয়ে নিন। ফোনে বার্তা প্রদানের মাধ্যমে ক্ষমা চাইলে তা অর্থপূর্ণ হয়ে ওঠে না। তাই যেকোনো ভুলের জন্য সরাসরি ক্ষমাপ্রার্থনা চেয়ে নেওয়া ভাল।
অপমান
আমরা যখন রাগান্বিত হই, আমাদের মাথা ঠিক থাকে না। এ সময় আমরা আজেবাজে মেসেজ প্রদান করে থাকি। এটি সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই টেক্সট করে কাউকে অপমান করা থেকে বিরত থাকুন।
গোপনীয়তা
এই ডিজিটাল যুগে ফোন বার্তার মাধ্যমে গোপন কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন। মুখোমুখি কথা বলুন। গোপন মেসেজগুলো কখনও কখনও তৃতীয় পক্ষের কেউ পড়ে ফেলতে পারে। এটি হবে আপনার জন্য লজ্জাকর ব্যাপার।
হতাশা
ম্যাসেজের মাধ্যমে আমাদের অনুভূতি ঠিকমত প্রকাশ পায় না। এ ক্ষেত্রে হতাশার ভুল ব্যাখ্যা হতে পারে। হতাশাগ্রস্থ টেক্সট বিরক্তির কারণ হয়ে ওঠতে পারে। তাই এ ধরনের ম্যাসেজ করা থেকে বিরত থাকুন।
ট্রুথ বোমা
‘ট্রুথ বোমা’-এর অর্থ হচ্ছে এমন কোনো সত্য যা অন্যরা শুনতে চায় না বা আশা করতে পারে না। এক্ষেত্রে মেসেজ এড়িয়ে চলুন। আপনার ব্যক্তিগত সুবিধার জন্যে কথাগুলি মুখোমুখি বলুন।
https://bangla-bnb.saturnwp.link/nirapode-mobile-use/
দ্বন্দ্ব
বেশীরভাগ টেক্সট দ্বন্ধ কেন্দ্রিক হয়ে গেলে বিপদ। এতে সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে। সেক্ষেত্রে এরকম টেক্সট করা থেকে বিরত হোন।