জিওফোন প্রেমীদের জন্য রিলায়েন্স জিও দীপাবলির আগে একটি নতুন উপহার নিয়ে এসেছে। মুকেশ আম্বানির কোম্পানির পক্ষ থেকে চুপিসারে সস্তা 4G ফোন ইউজারদের জন্য নতুন JioBharat B1 পেশ করেছে। ইউনিক ডিজাইনের সঙ্গে এই ফোনে বেশ কিছু সুন্দর ফিচার রয়েছে।
এই ফোনের ব্যাক প্যানেলে Google Pixel সিরিজের মতো ক্যামেরা মডিউল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
দাম: কোম্পানি JioBharat B1 ফোনটি মাত্র 1,299 টাকা দামে লঞ্চ করেছে। সেল: এই ফোনটি Jio অফলাইন স্টোর এবং Amazon এর মাধ্যমে কেনা যাবে। কালার অপশন: এই ফোনটি ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।
JioBharat B1 ফোনটি ম্যাট এবং গ্লসি এলিমেন্ট দিয়ে তৈরি। ফোনটির ব্যাক প্যানেলে Jio এর লোগো সহ ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল কভার রয়েছে। ব্যাক প্যানেলে একটি QVGA ক্যামেরা এবং স্পিকার গ্রিল সহ গ্লসি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ক্যামেরা মডিউল দেখতে অনেকটা Google Pixel সিরিজের মতো। আরও পড়ুন: অনলাইন ফ্রডের শিকার আফতাব শিবদাসানি, দেড় লক্ষের লক্সা, জেনে নিন বাঁচার উপায়
JioBharat B1 4G এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: 4G কানেক্টিভিটি সহ JioBharat B1 ফিচার ফোনে 2.4-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। ক্যামেরা: ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলে সিঙ্গেল QVGA ক্যামেরা রয়েছে, এর সাহায্যে ইউজাররা ফটো তুলতে পারবেন।
UPI পেমেন্ট ফিচার: এই ফোনটি UPI পেমেন্ট সাপোর্ট করে। এই ফোনে JioPay এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়। জিও অ্যাপ সাপোর্ট: এই ফোনে স্মার্টফোনের মতো JioCinema, JioSaavan এর পাশাপাশি FM Radio উপভোগ করা যায়।
ব্যাটারি: এই ফোনে 2,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জ করে এই ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করা যাবে। ভাষা: JioBharat B1 ফোনটি 23টি ভাষা সাপোর্ট করে। ইউজাররা বিভিন্ন ভাষায় স্পোর্টস, ভিডিও এবং ফিল্ম উপভোগ করা যাবে।