বগুড়ার কাহালুতে গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কাহালু পৌর সদরের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মেজবাবুর রহমান, সিয়াম, আবু হানিফ, ৯ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বাবু ও ৮ম শ্রেণির ছাত্র শিবলি সাদিক।
জানা গেছে, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কাবাডি প্রতিযোগিতায় ফাইনাল পর্বে ওঠে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জামগ্রাম উচ্চ বিদ্যালয়। কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের আপত্তির মুখে খেলাটি কাহালু উপজেলা প্রশাসনের আবাসিক মাঠে অনুষ্ঠিত হয়।
খেলা শেষে ৭ পয়েন্ট পেয়েছে জামগ্রাম উচ্চ বিদ্যালয় ও কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ৬ পয়েন্ট পেয়েছে। ১ পয়েন্ট বেশি পেয়ে জামগ্রাম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে ফেরার পথে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারপিটে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আহত হয়।
জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক জানান, আমাদের ছাত্ররা বাড়িতে ফেরার পথে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্ররা দু’দিক থেকে হামলা করলে ৬ ছাত্র গুরুতরভাবে আহত হয়।
কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন জানান, বিজয়ী দল বাড়িতে ফেরার পথে তাদের মারপিট করে পরাজিত দল। এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।