কানপুর টেস্টে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। জানা ছিল প্রথম দু’দিন ভোগাতে পারে বৃষ্টি। হয়েছেও তাই, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ছে খেলা শুরুর অপেক্ষা। তবে জানা গেছে খেলা শুরুর সময়।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শুক্রবার কানপুরে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল লড়াই। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনো শুরু করা যায়নি খেলা।
বলা হয় বাংলাদেশ সময় সকাল ১০টায় উইকেট পরিদর্শনে নামবেন ম্যাচ আম্পায়াররা। টস কখন হবে বা খেলা কখন শুরু করা হবে সেই সিদ্ধান্ত নেয়া হবে তখনই।
মাঠ পরিদর্শনের পর জানা গেছে সময়। ম্যাচ অফিশিয়ালরা জানান, সকাল সাড়ে ১০টায় হবে টস। খেলা শুরু হবে বেলা ১১টা থেকে।
বাংলাদেশের জন্য এই টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত সিরিজের প্রথম ম্যাচে চেন্নাই টেস্টে হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই, যে করেই হোক জিততে হবে এই ম্যাচ।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার হঠাৎ সাকিব আল হাসান অবসরে যাওয়ার ঘোষণা দেয়ায় এই ম্যাচটা হতে পারে তার শেষ টেস্ট। যদিও সাকিব চান দেশের মাটিতে আরো একটা টেস্ট খেলতে। তবে সেটা কতটা সম্ভব, তা এখনো নিশ্চিত নয়।
আর যদি তাই হয়, তবে কানপুর টেস্টই হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। তা না হলেও অন্তত বিদেশের মাটিতে যে শেষবার সাদা জার্সিতে মাঠে নামছেন সাকিব, তা তো নিঃসন্দেহে।