ভিভো তাদের ‘Y’ সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি বাজারে Vivo Y28s 5G নামে পেশ করা হতে পারে। এটি একটি সস্তা স্মার্টফোন যা Vivo Y28 ফোনের নেক্সট ভার্সন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
গিজমোচায়না টেক ওয়েবসাইটে Vivo Y28s 5G স্মার্টফোন সম্পর্কে শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী এই আপকামিং ফোনটি CQC সার্টিফিকেশন এবং ডেটাবেসে মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এই সাইটে ফোনটি V2346 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, কিন্তু ফোনটি টেক মার্কেটে Vivo Y28s 5G নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনে 15W চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
এই ভিভো ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4জিবি RAM+ 128 স্টোরেজ 13,999 টাকা দামে সেল করা হতে পারে। এই ফোনের 6জিবি RAM + 128জিবি স্টোরেজ মডেলের দাম 15,499 টাকা এবং 8জিবি RAM +128জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি Crystal Purple এবং Glitter Aqua কালার অপশনে সেল করা হবে।
স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo Y28 5G স্মার্টফোনের 1612 × 720 পিক্সেল রেজোলিউশন 6.56 ইঞ্চির এচডি + ওয়াটারড্রপ ডিসপ্লে সাপোর্ট করে। এই এলসিডি ডিসপ্লে 90হার্টজ রিফ্রেশ রেট এবং 840নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
প্রসেসর: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 এবং ফ্যানটাচ ওএস 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোন 7ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর সহ 2.2গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। Vivo Y28 5G ফোনে 8জিবি এক্সপেন্টডেড RAM ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে ভার্চুয়াল RAM এবং ফোনের 8জিবি ফিজিক্যাল RAM সহযোগে 16জিবি RAM পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y28 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এফ/2.4 অ্যাপচারযুক্ত 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ কাজ করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপচারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28 5G স্মার্টফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড়ো ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।