বছর দশেক আগের কথা তখনও টাটা গাড়ির প্রতি সেই আকর্ষণ ছিলনা জনতার। কম দামে ভালো গাড়ি বলতেই অন্যতম নাম ছিল মারুতি সুজুকির। এখনো অব্দি সেই জনপ্রিয়তা ধরে রেখেছে মারুতি সুজুকি তবে মারুতি সুজুকির ঘাড়েই বর্তমানে নিঃশ্বাস ফেলছে টাটা মোটরস।
আধুনিক ডিজাইন অসাধারণ সেফটি এবং রিফাইনমেন্টকে হাতিয়ার করে বাজার কাপাচ্ছে, টাটা মোটরস। আর টাটা মোটরসের যে চার চাকা জনপ্রিয় হয়ে উঠেছে তা হলো TATA TIAGO. সম্প্রতি একটি পরিসংখ্যান সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিক্রি নিরিখে সুইফটের থেকে পিছিয়ে থাকলেও গত বছরে তুলনায় বেচাকেনা বৃদ্ধি পেয়েছে ৫২ শতাংশ।
পরিসংখ্যান বলছে ২০২৩ জুন মাসে মারুতি সুইফটের বিক্রি হয়েছে ১৫৯৫৫ টি ইউনিট। যা ২০২২ সালে জুন মাসের তুলনায় দুই শতাংশ কম। অপরদিকে আবার জুন মাসে টাটা টিয়াগো ৮ হাজার ১৩৫টি ইউনিট বিক্রি হয়েছে। যা গত বছরে তুলনায় ৫২ শতাংশ বেশি।
TATA TIAGO-এর বিশেষত্ব ও ফিচার্স- বিশেষত্বের কথা বললে টাটা টিয়াগো এমন একটি গাড়ি যা পেট্রোল, বৈদ্যুতিক এবং সিএনজি তিন ভেরিয়েন্টেই বিক্রি হয়।
পেট্রোল ভেরিয়েন্টের কথা বললে এতে দেওয়া হয়েছে ১.২ লিটার ইঞ্জিন ও সিএনজি KIT. ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকছে ৫ ম্যানুয়াল ট্রান্সমিশন। ৮৫ বিএইচপি/ ১১৩ এমএম(পেট্রোল) এবং ৭২ বিএইচপি/ ৯৫ এমএম (সিএনজি) এই দুই ধরনের আউটপুট সহ উপলদ্ধ গাড়িটি।
পেট্রোলের ক্ষেত্রে গাড়ির মাইলেজ কুড়ি কিলোমিটার এবং সিএনজি এর ক্ষেত্রে ২৬ কিলোমিটার। ফিচারস এর কথা বললে এতে ৭ ইঞ্চি টাচস্কিন, ইউএসবি চার্জিং, স্পিকার্স, রিয়ার পার্কিং সেন্সর, ডিজিটাল ওডোমিটার, ডুয়াল এয়ার ব্যাক, ক্র্যাশ সেনসর, ইলেকট্রনিক্স ব্রেক, স্পিড সেন্সিং ডোর লক ইত্যাদি রয়েছে।
বাজারে এই গাড়িটির দাম ৫.৬০ লাখ থেকে ৮.১১ লাখ টাকা। অপরদিকে এই গাড়ির বৈদ্যুতিক ভ্যারিয়ান্টে রয়েছে ২৪kwh ব্যাটারি প্যাক যা একবার চার্জে ৩১৫ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। গাড়িটি চার্চ হতে সময় নেয় ৩.৬ ঘন্টা। উল্লেখ্য টাটা টিয়াগোর ইভির দাম শুরু ৮.৬৯ লাখ টাকা থেকে ১২.০৪ লাখ টাকা।