উচ্চগতি সম্পন্ন স্কুটারের মধ্যে ‘Komaki LY Pro’এর চাহিদা অনেকটাই বেশি। এই স্কুটারে যেমন উচ্চগতি রয়েছে তেমনি এর ডিজাইনও চোখে পড়ার মতো। যে কারণে গ্রাহকদের মধ্যে এই স্কুটারের জনপ্রিয়তা অনেকটাই বেশি রয়েছে। আপনি কি জানেন মাত্র ১০,০০০ টাকা দিয়ে এই স্কুটার আপনি বাড়িতে আনতে পারেন? কীভাবে?
আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। তার আগে এক নজরে এই স্কুটারের ফিচার্স দেখে নিন। সংস্থার দাবী এই স্কুটার সম্পূর্ণ চার্জে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে ৬২V, ৩২AH ব্যাটারীপ্যাক ব্যবহৃত হয়েছে। এই স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ৬২ কিলোমিটার প্রতি ঘন্টা। এতে মূলত দুটি ব্যাটারী দেওয়া হয়েছে। দুটি ব্যাটারী যখন সম্পূর্ণ চার্জ হয় তখন সেটি ১৮০ কিলোমিটার রেঞ্জ দেয়।
অন্যান্য বৈশিষ্ট্য দেখতে গেলে এর দুই চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়াও এতে পাবেন অন বোর্ড নেভিগেশন, টিএফটি ডিসপ্লে, কলিং অপশন, ব্লুটুথ কানেকশন, ৩ গিয়ার মোড ইত্যাদি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এতে অ্যাডভান্সড অ্যান্টি স্কিড টেকনোলজি দেওয়া হয়েছে।
স্কুটারটির এক্স-শোরুম মূল্য ১,৩৭,৫০০ টাকা। তবে আপনি মাত্র ১০,০০০ টাকা দিয়ে এটি বাড়ি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এই টাকা ডাউনপেমেন্ট হিসেবে দেওয়ার পর ৩ বছর আপনাকে মাসিক ৯.৭ শতাংশ সুদের হারে ২,৮৮৮ টাকা দিতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে ডাউনপেমেন্টের পরিমাণ বাড়লে মাসিক কিস্তির পরিমাণ কমবে।