শীত এলে বাতাসে অনেক রকম ঘ্রাণ পাওয়া যায়। মিষ্টি পিঠার ঘ্রাণ, শিউলি ফুলের ঘ্রাণ কিংবা ঘরে ঘরে কমলার সুবাস। এ ঋতুতে ঘরে কমলা আসবে না, এমনটা হতেই পারে না। ভিটামিন সিতে ভরপুর এই ফল শরীরের জন্য বেশ উপকারী।
তাই শীতকালে প্রতিদিন অন্তত এক কোয়া কমলা খাওয়া উচিত সবারই। শরীর ভালো রাখার পাশাপাশি ত্বক সুস্থ ও সুন্দর রাখতেও কমলার জুড়ি মেলা ভার। কমলার রস, খোসা, শাঁস, সব কিছুই রূপচর্চার কাজে ব্যবহার করা যায়। জেনে নিন কিভাবে রূপচর্চায় কমলাকে জায়গা দিতে পারেন―
ত্বকের উজ্জ্বলতায় শীতকালে প্রতিদিনই কমলা খাওয়া হয়।
কমলা খাওয়ার পর খোসা ফেলে না দিয়ে তা শুকিয়ে গুঁড়া করে নিন। এবার এক চা চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে দুধের সর বা টক দই মিশিয়ে এটি পুরো মুখে ফেসপ্যাকের মতো করে মেখে ২০ মিনিট রাখুন। তারপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। তৎক্ষণাৎ ফরসা ভাব আনতে আর কালো ছোপ ছোপ দাগ হালকা করতে এই ফেসপ্যাকটি দারুণ কাজ করে।
ত্বক সতেজ করে
মুখের খোলা রোমছিদ্র সংকুচিত করতে সাহায্য নিন কমলার রসের। মুখে খানিকটা কমলার রস মেখে দুই-তিন মিনিট রাখুন, তারপর ঠাণ্ডা পানিতে চেপে চেপে ধুয়ে নিন। ত্বক মুহূর্তেই সতেজ হয়ে উঠবে।
ব্রণ কমায়
কমলার রসে পর্যাপ্ত সাইট্রিক এসিড রয়েছে, যা ব্রণের সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা রাখে। সে ক্ষেত্রে কমলা থেকে রস বের করে আঙুল বা তুলায় কমলার রস নিয়ে ব্রণের ওপর ঘষে দিলেই শুকিয়ে যাবে ব্রণ, ত্বক হয়ে উঠবে পরিষ্কার, ঝকঝকে।
বয়সের ছাপ পড়তে দেয় না
কমলায় প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা আপনার ত্বককে ফ্রি-র্যাডিক্যালের হামলা থেকে রক্ষা করে, কাছে ঘেঁষতে দেয় না বলিরেখা ও বয়সের দাগ। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে নিন, তারপর পানি বা দুধের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন।
https://bangla-bnb.saturnwp.link/sugar-jotota-khoti/
মুখের মৃত কোষ দূর করে
কমলার খোসা রোদে শুকিয়ে আধভাঙা করে গুঁড়া করে নিন। এবার পরিমাণমতো গুঁড়া নিয়ে তার সঙ্গে খানিকটা মুলতানি মাটি আর মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সারা মুখে এই মিশ্রণটা লাগিয়ে আলতো হাতে স্ক্রাব করুন। এরপর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে উঠবে মুখ।