ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি জীবন সম্পর্কিত অনেক প্রশ্ন করা হয়। কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা শুনে তারা ঘাবড়ে যান। কিন্তু প্রশ্নগুলি শুনে যতটা কঠিন মনে হয়, একটু ঠান্ডা মাথা চিন্তা করলেই সহজেই উত্তর বেরিয়ে আসবে। এবার তা দেখে নেওয়া যাক…
১) প্রশ্নঃ ভারতীয় রুপির মূল্য কে নির্ধারণ করে?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২) প্রশ্নঃ পৃথিবীর গভীরতম নদী কোনটি?
উত্তরঃ কঙ্গো নদী।
৩) প্রশ্নঃ বিশ্বের কোথায় গত ৪০০ বছর ধরে বৃষ্টিপাত হয়নি?
উত্তরঃ চিলির আটকামা মরুভূমিতে।
৪) প্রশ্নঃ বিবর্তন তত্ত্বের জনক কে?
উত্তরঃ চার্লস ডারউইন।
৫) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছের প্রজাতি কোনটি?
উত্তরঃ স্টোন ফিস।
৬) প্রশ্নঃ একটি ঝিনুক থেকে মুক্তা গঠনে প্রায় কত বছর সময় লাগে?
উত্তরঃ ১৫ বছর।
৭) প্রশ্নঃ মানুষের শরীরের সবচেয়ে কঠিনতম অংশ কোনটি?
উত্তরঃ দাঁতের এনামেল।
৮) প্রশ্নঃ রুশ বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তরঃ জোসেফ স্ট্যালিন।
৯) প্রশ্নঃ দাবা খেলার উৎপত্তি কোন দেশে হয়েছে?
উত্তরঃ ভারতে।
১০) প্রশ্নঃ অজন্তা গুহায় মন্দিরের সংখ্যা কতগুলি?
উত্তরঃ ২৭টি।
১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে মাত্র দুটি রেলস্টেশন রয়েছে?
উত্তরঃ নাগাল্যান্ড।
১২) প্রশ্নঃ কোন দেশের বাড়িতে অন্তত একটি করে পিয়ানো রয়েছে?
উত্তরঃ ইংল্যান্ড।
১৩) প্রশ্নঃ চার্জ সঞ্চয় করে রাখে এমন ডিভাইসটির নাম কি?
উত্তরঃ পাওয়ার ব্যাংক।
১৪) প্রশ্নঃ বাতাসের আর্দ্রতা পরিমাপকারী যন্ত্রের নাম কি?
উত্তরঃ হাইগ্রোমিটার।
১৫) প্রশ্নঃ কোন জিনিস দিনে শুয়ে থাকে আর রাতে খাড়া হয়?
উত্তরঃ আকাশের চাঁদ। (বিভ্রান্ত করতেই এমন প্রশ্ন করা হয়)।