যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজ এর পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জানা খুবই প্রয়োজন। কখনো কখনো ইন্টারভিউররা সিলেবাসের বাইরেও এমন কিছু প্রশ্ন করে বসেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই উত্তর দেওয়া যায়। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি প্রশ্নের উত্তর…
১) প্রশ্নঃ গুজরাটের গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ সিংহ।
২) প্রশ্নঃ মরুভূমিতে কোন জাতীয় উদ্ভিদ জন্মায়?
উত্তরঃ ক্যাকটাস।
৩) প্রশ্নঃ কোন রঙ শান্তির প্রতীক?
উত্তরঃ সাদা রঙ শান্তির প্রতীক।
৪) প্রশ্নঃ যমুনা নদীর তীরে কোন বিখ্যাত শহরটি অবস্থিত?
উত্তরঃ আগ্রা।
৫) প্রশ্নঃ গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাইতে।
৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন?
উত্তরঃ উত্তর প্রদেশ।
৭) প্রশ্নঃ ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ পৃথ্বীরাজ চৌহান।
৮) প্রশ্নঃ ভারতের জাতীয় প্রতীক চিহ্ন কি?
উত্তরঃ অশোক চক্র।
৯) প্রশ্নঃ ভারতের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা কোনটি?
উত্তরঃ বাংলা।
১০) প্রশ্নঃ শ্রীরাম কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ ত্রেতা যুগে শ্রী রাম জন্ম গ্রহন করেন।
১১) প্রশ্নঃ মহাবিশ্বের স্রষ্টা হিসেবে কাকে বিবেচনা করা হয়?
উত্তরঃ ব্রহ্মাকে।
১২) প্রশ্নঃ কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
উত্তরঃ ব্যাঙ্গালোর কে।
১৩) প্রশ্নঃ MTS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ মোবাইল টেলিফোন সার্ভিস।
১৪) প্রশ্নঃ কার জন্মদিনের শিশু দিবস পালিত হয়?
উত্তরঃ পন্ডিত জওহরলাল নেহেরুর।
https://bangla-bnb.saturnwp.link/mahi-swiming-sea/
১৫) প্রশ্নঃ কোন জিনিস প্রয়োজনের সময় ফেলে দিই, প্রয়োজন না হলে গুছিয়ে রাখি?
উত্তরঃ মাদুর।