আমরা সবাই জানি ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেলপথ গুলির মধ্যে একটি। ভারতের মোট প্রায় ৮০০টির কাছাকাছি রেলওয়ে স্টেশন রয়েছে, যার বেশিরভাগ নাম গুলি হয়তো আপনিও জানেন না। কিন্তু এমন একটা রেলস্টেশন রয়েছে যেখানে যেতে ভিসা এবং পাসপোর্ট দুটোই লাগে।
আসলে এটাই সেই স্টেশন যেখানে ভারতীয়দের পাকিস্তানি ভিসা লাগে। ভিসা ছাড়া আপনি এখানে পা রাখতেও পারবেন না। জানিয়ে রাখি এই স্টেশনটি আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন নামে পরিচিত। স্টেশনটি পাঞ্জাবের অমৃতসর জেলায় অবস্থিত। এবার জেনে নেওয়া যাক, কেন এই ভারতীয় রেল স্টেশনে ভিসার প্রয়োজন হয়।
এই জায়গাটি ভারতের একটি অংশ, তবে এখানে যেতে গেলে পাকিস্তান থেকে অনুমতি নিতে হবে। যারা এখানে রক্ষণাবেক্ষণের কাজে যান বা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তাদেরও বিশেষ অনুমতি নিতে হয়। কিন্তু অপরিচিত কেউ যদি এখানে যদি জোর করে ঘোরাঘুরি করে তার জেল ও জরিমানা দুই—ই হতে পারে।
এখান থেকে একমাত্র আন্তর্জাতিক ট্রেনটি হলো সমঝোতা এক্সপ্রেস। এখানে টিকিট কিনতে গেলে প্রথমে পাসপোর্ট নম্বর দিতে হতো। আসলে এই রেলস্টেশনটি শুধুমাত্র সমঝোতা এক্সপ্রেসের জন্যই খোলা হয়েছিল। কিন্তু ২০১৯ সালের ৮ই আগস্ট থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে রেলস্টেশন। এর পিছনের কারণ হলো, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা।
এই ট্রেনটি আটারি স্টেশন থেকে যাওয়ার সময় যাত্রীদের সঠিকভাবে চেক করা হতো এবং কয়েক মিনিট পর পাকিস্তানের প্রথম স্টেশন ওয়াঘায় দু’বার চেকিং হতো। পাঞ্জাবের দিক থেকে আটারি ভারতের শেষ রেলওয়ে স্টেশন। এর একদিকে অমৃতসর আর অন্যদিকে লাহোর। এই স্টেশন খুব বড় না, কিন্তু এর ভূমিকা অনেক বড়।