কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মো. খলিল নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৬ কেজি ওজনের একটি মেদ মাছ। শনিবার শেষ বিকালে এ মাছটি কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আছেন। পরে নিলামের মাধ্যমে এক মাছ ব্যবসায়ী ৯ শ’ টাকা কেজি দরে ১৪ হাজার ৫৩০ টাকা মাছটি ক্রয় করেন। সচরাচর এত বড় মেদ মাছ দেখা যায়না। অবরোধের পরে এই প্রথম জেলেদের জালে এত বড় মেদ মাছের দেখা মিলছে বলে স্থানীয় মাছ ব্যবসায়িরা জানান।
জেলে মো.খলিল বলেন, শনিবার সকালে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরের বয়ার দিকে জাল ফেলে চলে আসি। দুপুরের দিকে জাল তুলতে গিয়ে দেখি অন্যান্য মাছের সাথে জালে বড় একটা মেদ মাছ আটকা পড়েছে। পরে অন্যান্য জেলেদের সহায়তায় মাছটি ট্রলারে তুলে বাজারে নিয়ে আসি। গত বছরও এমন একটা মাছ পেয়েছিলাম। সেটি এ মাটির চেয়ে ওজনে কম ছিলো। তবে এত বড় মাছ পাওয়ায় অনেকটা খুশি এই জেলে।ক্রেতা মো.হাসান বলেন, মাছটি ঢাকায় পাঠাবো। ভালো লাভে বিক্রি করতে পারবো বলে তিনি আশা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। বছরের দুইবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যার কারনে ইলিশের সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।