২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে একই সঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও মার্কাস রোহো। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের নৈপুণ্যে সুযোগ পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রায় ৮ বছর ইংলিশ জায়ান্টদের হয়েও দারুণ ফুটবল উপহার দেন আর্জেন্টাইন ডিফেন্ডার। ৩৩ বছর বয়সী রোহো এখন খেলছেন স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সে। তবে নতুন খবর অনুযায়ী মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে জাতীয় দলের সতীর্থকে চান মেসি।
পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক মেসি। মার্কিন মুল্লুকে এসেই সাবেক ক্লাব বার্সেলোনার বন্ধুদের পেয়েছেন ফুটবল মহাতারকা। একে একে মায়ামিতে এসেছেন সার্জিও বুসকেটস, জর্দি আলবা। আর সর্বশেষ প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকেও পেয়েছেন মেসি। তবে গুঞ্জন ডানো মেলেছে আরও দুই বার্সা সতীর্থ সার্জিও রবার্তো আর ইভান রাকিটিচও রয়েছে মায়ামির রাডারে। আপাতত রোহোর দিকেই না কি বেশি নজর ক্লাবটির।
আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক হারমান কাস্তিলোর দাবি অনুযায়ী, মার্কাস রোহোকে দলে নিতে চায় ইন্টার মায়ামি। তাছাড়া অধিনায়ক মেসি এবং কোচ জেরার্দো টাটা মার্টিনো আগ্রহী স্বদেশি ডিফেন্ডারকে ভেড়াতে।
এবারের মৌসুমে বোকা জুনিয়র্সের হয়ে লিগে একটা ম্যাচেও মাঠে নামেননি রোহো। যদিও লাতিন চ্যাম্পিয়নস লিগ খ্যাত কোপা লিবার্তোদেরেস এবং কোপা আর্জেন্টিনায় মোট ১৬ ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী রোহো।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/
২০২৫ পর্যন্ত আর্জেন্টাইন ক্লাব বোকার সঙ্গে চুক্তি রয়েছে রোহোর। ইন্টার মায়ামির পাশাপাশি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসও আলবিসেলেস্তে ডিফেন্ডারকে নিতে চায়। শেষ পর্যন্ত মেসির মায়ামি রোহোকে আনতে পারে কিনা সেটি দেখার বিষয়।