একজন নারীর সাজের অন্যতম অনুষঙ্গ হলো লিপস্টিক। নারীরা তাদের সাজের শুরুতেই রাখেন লিপস্টিক। প্রত্যেক নারীর সংগ্রহেই থাকে নানা রঙের লিপস্টিক। চলুন এখন জেনে নিই নারীরা কেন লিপস্টিক ব্যবহার করেন।
সৌন্দর্য বৃদ্ধিতে
ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক নারীই লিপস্টিক ব্যবহার করেন। এ ছাড়াও সৌন্দর্য বৃদ্ধিতে আরও যোগ করেন লিপগ্লস কিংবা লিপ লাইনার। আপনি আপনার ব্যক্তিত্ব অনুযায়ী লিপস্টিকের রং নির্বাচন করুন। এ ছাড়া নারী ঠোঁটকে আকর্ষণীয় দেখাতে লিপস্টিক পরে।
আত্মবিশ্বাস বাড়াতে
গবেষণা থেকে জানা যায়, শুধু লিপস্টিক ব্যবহারে একজন নারী আত্মবিশ্বাসী বোধ করে। অনেকেই আত্মবিশ্বাস বাড়াতে মেকআপ করেন।
তরুণ দেখানোর জন্য
তারুণ্যে ঠোঁট বেশি সুন্দর থাকে। বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে ঠোঁটের সেই প্রাণবন্ত ভাব কমে আসে। নারীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের রংও হারায়। তাই অনেকেই নিজেকে তরুণ দেখাতে লিপস্টিক পরেন।
অনুষ্ঠানে নিজেকে আলাদা দেখাতে
কোনো অনুষ্ঠানে নিজেকে আলাদা দেখাতে অনেকেই লিপস্টিক পরেন। যেমন: কিছু নারী শুধু বিশেষ অনুষ্ঠানের জন্য লিপস্টিক পরে। অনেক নারী বিশেষ অনুষ্ঠানের জন্য হালকা রঙের লিপস্টিক পরে যাতে তাদের ঠোঁটের প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে। রাতের অনুষ্ঠানে আবার অনেক নারী একটু গাঢ় রঙের লিপস্টিক পরতে পছন্দ করে। উপলক্ষ যা-ই হোক না কেন, নারী তার সঙ্গে মিলিয়ে মানানসই রঙের লিপস্টিক বেছে নিতে পারে।
https://bangla-bnb.saturnwp.link/meyeder-biyer-por-bere-jay/
ব্যক্তিগত পছন্দ
অনেক নারীই লিপস্টিক ব্যবহার করেন ব্যক্তিগত কারণে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। কেউ আবার বিশ্বাস করে যে লিপস্টিক নারীর চেহারায় গ্ল্যামার এবং ব্যক্তিত্বের ছোঁয়া যোগ করতে পারে।