পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের প্রভাবে পায়রা বন্দরে তিন নম্বর সঙ্কেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়িগুঁড়ি, কখনো হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টি ঝরছে। একইসাথে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। নদ-নদীর অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।