ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন আগেই। তবে এখনও সংক্ষিপ্ত ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ চাহিদা রয়েছে সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডারের। সেই সুবাদেই সাকিব দল পেলেন শ্রীলঙ্কার ‘লঙ্কা টি-টেন’ লিগে।
সাকিবকে দলে নিয়েছে গল মার্ভেলস। টি-টেন টুর্নামেন্টটিতে তাকে দলে নেওয়ার বিষয়টি আজ বুধবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। গত বছরও শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে গলের হয়ে খেলেছিলেন তিনি। তবে, সেবার ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল গল গ্ল্যাডিয়েটর্স।
সাকিব দল পেয়েছেন প্লাটিনাম খেলোয়াড় হিসেবে। নিজেদের ফেসবুক পেজে গল মার্ভেলস সাকিবকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানায়—লঙ্কা টি-টেনের প্রি-ড্রাফটে ভিন্নধর্মী অলরাউন্ডার সাকিবকে দলে নেওয়া হয়েছে। মাঠে তার অভিজ্ঞতা ও শক্তিমত্তা দেখার জন্য তৈরি হচ্ছি।
শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন টি-টেন সুপার লিগ। চলতি বছর ১২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত দলগুলো খেলোয়াড় নিতে পারবে। প্রতি দলে সর্বোচ্চ ১৭ জন করে খেলোয়াড় নেওয়া যাবে। বিদেশি নেওয়া যাবে সাতজন।