আজকাল ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে অনলাইন কুইজ ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি হামেশাই ভাইরাল হচ্ছে। এর মাধ্যমে চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরাও উপকৃত হচ্ছেন। তবে ইন্টারভিউ চলাকালীন এমন কিছু প্রশ্ন করা হয়, যা তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের নিয়োগ করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ কে ১৯১৩ সালে নোবেল পুরস্কার এবং ১৯১৫ সালে নাইটহুড উপাধি লাভ করেছিলেন?
উত্তরঃ ‘বিশ্বকবি’ রবীন্দ্রনাথ ঠাকুর।
২) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গে মোট ৬টি জাতীয় উদ্যান রয়েছে। সেগুলি হলো – সুন্দরবন, নেওরা ভ্যালি, সিঙ্গালিলা, জলদাপাড়া, গোরুমারা এবং বক্সা ন্যাশনাল পার্ক।
৩) প্রশ্নঃ ভারতের তোতা পাখি নামে পরিচিত কোন ব্যক্তি?
উত্তরঃ আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়।
৪) প্রশ্নঃ কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে?
উত্তরঃ বুধ গ্রহ সবচেয়ে দ্রুত ৮৮ দিনে সূর্যকে পরিক্রমণ করে। অর্থাৎ বুধের সৌরবছর হয় মাত্র ৮৮ দিনে।
৫) প্রশ্নঃ গরবা কোন রাজ্যের প্রচলিত একটি নৃত্যশৈলী?
উত্তরঃ গুজরাট রাজ্যের নৃত্যশৈলী হল গরবা।
৬) প্রশ্নঃ জানেন ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত দিন সময় লেগেছিল?
উত্তরঃ ভারতীয় সংবিধান রচনা করতে মোট ২ বছর ১১ মাস ১৭ দিন লেগেছিল।
৭) প্রশ্নঃ ভিটামিন-সি এর রাসায়নিক নাম কি?
উত্তরঃ ভিটামিন-সি যার রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড (Ascorbic Acid)।
৮) প্রশ্নঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত ছিল?
উত্তরঃ ৭৪.০৪ শতাংশ। (সর্বাধিক কেরল ৯৩.৯১% এবং সর্বনিম্ন বিহার ৬৪%)।
৯) প্রশ্নঃ প্রাচীন তাম্রলিপ্ত বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গুপ্তযুগের এই বিখ্যাত বন্দর তাম্রলিপ্ত রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত।
https://bangla-bnb.saturnwp.link/hero-legendary-motorbike/
১০) প্রশ্নঃ মেয়ের বয়স ২৫ বছর আর মায়ের বয়স ২০ বছর, বলুন তো কীভাবে হয়?
উত্তরঃ আসলে ওই মা হলেন মেয়েটির সৎ মা। (উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন প্রশ্ন করা হয়)।