ভারতে গাড়ির বাজারে মারুতি সুজুকির জনপ্রিয়তা তুঙ্গে। চার চাকা গাড়িতে একাধিক ফিচার্সে ভরা থাকে এই সংস্থার গাড়ি। এবার তারা বাজারে আনতে চলেছে একটি নতুন ন্যাচরাল গ্যাস মডেল। আর সেই গাড়িটি হল Maruti Suzuki Fronx। গাড়িতে রয়েছে একাধিক ফিচার্সে ঠাসা। গাড়িটিতে রয়েছে প্রিমিয়াম টেকনোলজি, ডিজাইন যার ফলে এটি গাড়ি প্রেমীদের কাছে বেশ সাড়া ফেলে দিয়েছে। তরুণ প্রজন্মের গাড়িপ্রেমীদের জন্য এটি আদর্শ মডেল হতে চলেছে।
নতুন SUV ভ্যারিয়েন্ট মডেলে রয়েছে ডুয়াল VVT ইঞ্জিন। ইঞ্জিনটি ৫৭kw যা ৬০০০ rpm উৎপন্ন করে। ৭৭.৫ ps শক্তি ও ৬০০০ rpm-এ ৭৭.৫ পিএস শক্তি উৎপন্ন করে ও ৪৩০০ rpm-এ ৯৮.৫ এনএম টর্ক উৎপাদন করে। এর পাশাপাশি নতুন সেগমেন্টে সর্বশেষ সংযোজন এটি ২৮.৫১ কিলোমিটার/কেজি জ্বালানি বহন করে। গাড়িটিতে দেওয়া হয়েছে ট্রেন্ডি ও স্পোর্টি লুক। যার ফলে তরুণ প্রজন্ম আকৃষ্ট হবে।
এটি মারুতির অন্যতম সেরা গাড়ি হতে চলেছে। Maruti Suzuki Fronx SUV গাড়িটি দাম ৭.৪৬ লক্ষ টাকা থেকে ১৩.১৩ লক্ষ টাকা পর্যন্ত। তবে এটির বেস মডেলের দাম শুরু ৭.৪৬ লক্ষ টাকা থেকে। মডেলটি বাজারে আসার আগেই একাধিক বুকিং শুরু হয়ে গিয়েছে। নতুন Maruti Fronx গাড়িটি পাওয়া যাবে Sigma, Delta, Delta +, Zeta ও Alpha ভ্যারিয়েন্টে।
এর পাশাপাশি রয়েছে দু’টি ইঞ্জিন। গাড়িটিতে রয়েছে দুই ধরনের ইঞ্জিন। ১ লিটার boosterjet turbo পেট্রোল ইঞ্জিন, ১.২ লিটার সাধারণ পেট্রোল ইঞ্জিন। গাড়িটিতে দেওয়া হয়েছে এলইডি লাইট। Maruti Suzuki Fronx SUV গাড়িটির মিল রয়েছে মারুতির গাড়ি Brezza Grand Vitara এবং Baleno গাড়ির সঙ্গে।