টপ টেন বেস্ট সেলিং কার ইন ইন্ডিয়া এই তালিকাতে যে নামটা সর্বত্রই ভেসে উঠবে তা হল মারুতি সুজুকি। দেশের সবথেকে বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে MARUTI SUJUKI অন্যতম নাম। আর এই মুহূর্তে আপনি যদি মারুতি সুজুকি সুইফট কেনার প্ল্যান করে থাকেন তবে সামনে আসছে দারুন খবর।
কারণ এবার নতুন রূপে এই গাড়ি বাজারে আনতে চলেছে সংস্থা। গাড়ি আপগ্রেড করার ক্ষেত্রে মারুতি সুজুকি এর জবাব নেই আর বর্তমানে এই সংস্থাটি তাদের জনপ্রিয় প্রিমিয়াম হ্যাজব্যাক Swift এর নতুন প্রজন্মের ভার্সনের উপর কাজ করছে যার দেখা মিলবে চলতি বছরের শেষেই।
পঞ্চম প্রজন্মের Maruti suzuki swift: ফাঁস হওয়া কিছু ছবি থেকে ইতিমধ্যে এই গাড়িটির তথ্য সামনে এসেছে যেখানে নজর কাড়ছে মডেলটির ডিজাইন। আপডেট হিসাবে থাকছে নতুন ফ্রন্ট গ্রিল, বাম্পার। ফলে লুকের কথা বললে এর আগ্রাসী স্টাইল বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সামনে দেওয়া হয়েছে স্লিক হেডলাইট, হ্যালোজেন ফগল্যাম্প, এলইডি ডিআরএল।
ইন্টেরিয়র ডিজাইন- অত্যাধুনিক ফিচার হিসাবে এই গাড়িতে সংযুক্ত করা হচ্ছে স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ইন্টেরিয়ার ফক্স কার্বন ফাইবারের যন্ত্রাংশ, ফ্ল্যাট বাটাম স্টিয়ারিং হুইল ইত্যাদি।
পাওয়ারট্রেন- সম্ভাবনা বলছে এই ভার্সনে একটি 1.2 লিটার ডুয়েলজেট পেট্রোল ইঞ্জিন অফার করা হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন। ছাড়াও নতুনত্ব বলতে গাড়িটিতে মিল্ড হাইব্রিড সিস্টেম অফার করা হতে পারে যা একাধারে বেশি শক্তি উৎপাদিত করবে আবার জ্বালানির খরচ কমাবে।