যাতায়াতের মাধ্যমকে আরও সহজ করে তুলতে চার চাকা গাড়ির জুড়ি মেলা ভার। তাই অনেকেই চান চার চাকা গাড়ি ঘরে নিয়ে আসতে। আর তেমনই একটি গাড়ি হল মারুতি সুইফট। অল্টো ও ওয়াগনের পরই এই গাড়ির জনপ্রিয়তা বেশ ভালোই। সকলের পছন্দের সংস্থা এটি। এটি অনেক কম দামেই পেয়ে যাবেন। মাত্র ১ লক্ষ ৩০ হাজার টাকায় এই গাড়ি আপনি পাবেন। যা বাইকের তুলনায় অনেকটাই কম দাম। এই গাড়ির নাম মারুতি সুজুকি ট্রু ভ্যালু।
এই গাড়ি কেনার রয়েছে নানান রকম সাইট। আর সেখানেই মারুতি সুইফট-এর একটি পেট্রোল মডেল নথিভুক্ত হয়েছে। ওই সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ সালে গাড়িটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে পেট্রোল ইঞ্জিন ও ম্যানুয়াল ট্রান্সমিশন। গাড়িট সর্বমোট ৫৩,৫৯৮ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই গাড়ি তার ডিজাইন ও মাইলেজের জন্য বেশ চাহিদা রয়েছে বাজারে। বর্তমান পেট্রোল ছাড়াও গাড়িটির সিএনজি ভ্যারিয়েন্ট বাজারে বিক্রি করা হয়।
তাতে মাইলেজ পাওয়া যায় ৩১ কিলোমিটার। পেট্রোল ভ্যারিয়েন্টে মাইলেজ পাওয়া যায় ২২ কিলোমিটার। এতে ডুয়াল এয়ারব্যাগ সহ রয়েছে অটোমেটিক হেডল্যাম্প, অ্যান্টি লক ব্রেকিং, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, চাইল্ড সেফটি লক, স্পিড এলার্ট, রিয়ার ক্যামেরা, ৭ ইঞ্চি টাচ স্ক্রিন, এয়ার কন্ডিশনিং, ব্লুটুথ কানেক্টিভিটি, USB পোর্ট, স্পিকার, কিলেস এন্ট্রি, রিয়ার হেডরেস্ট, ভয়েস কমান্ড সহ একাধিক ফিচার্স।
জানা গিয়েছে, খুব শীঘ্রই মারুতি সুইফট-এর নতুন মডেল বাজারে আসতে চলেছে। এই নিয়ে গাড়িটির পাঁচতম মডেল বাজারে লঞ্চ হতে চলেছে। চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে লঞ্চ হবে গাড়িটি। আসন্ন গাড়িতে থাকতে পারে ড্যাশবোর্ড, ফ্রন্ট গ্রিল ইত্যাদি। এছাড়া নতুন স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল একাধিক ফিচার্স থাকতে পারে।