চাকরির পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত। তবে যারা ইন্টারভিউ নেন তারা কখনো কখনো প্রশ্নগুলি এমনভাবে ঘুরিয়ে করেন যা শুনে প্রার্থীরা বিভ্রান্ত হন। তবে ঠান্ডা মাথায় ভাবলে আপনিও উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে তেমনি ১৫টি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
১) প্রশ্নঃ ঘুড়ি ওড়ানো দেশের পেশাদার খেলা?
উত্তরঃ থাইল্যান্ডের পেশাদার খেলা ঘুড়ি ওড়ানো।
২) প্রশ্নঃ কোন প্রাণীর ১২ হাজার চোখ থাকে?
উত্তরঃ সাধারণ দৃষ্টিতে প্রজাপতির চোখ ২টি। কিন্তু একটি প্রজাপতি ১২ হাজারটি লেন্সের সাহায্যে দেখতে পাই, সে হিসেবে এর চোখ ১২ হাজারটি।
৩) প্রশ্নঃ কোন খাবারটি কখনো পচে যায় না?
উত্তরঃ মধু একমাত্র খাবার যা কখনো পচে না।
৪) প্রশ্নঃ যে মশা আমাদের কামড়ায় সেগুলি স্ত্রী নাকি পুরুষ মশা?
উত্তরঃ স্ত্রী মশাই কেবল কামড় দিতে পারে, পুরুষ মশা পারে না।
৫) প্রশ্নঃ একজন পুরুষের শরীরে কতটা পরিমাণ রক্ত থাকে?
উত্তরঃ প্রায় ৫-৬ লিটার।
৬) প্রশ্নঃ বিশ্বের কোন প্রজাতির ফল সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তরঃ আপেলের প্রায় ৭৫০০ রকমের প্রজাতি রয়েছে।
৭) প্রশ্নঃ কোন প্রাণী তার পায়ু ছিদ্র দিয়ে শ্বাস নিতে পারে?
উত্তরঃ কচ্ছপ।
৮) প্রশ্নঃ বিশ্বের মোট অক্সিজেনের চাহিদার কত ভাগ আমাজন জঙ্গল থেকে আসে?
উত্তরঃ ২০ শতাংশ এই কারণে আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
৯) প্রশ্নঃ বাংলার বাঘ পরিচিত কে?
উত্তরঃ স্যার আশুতোষ মুখোপাধ্যায় কে ‘বাংলার বাঘ’ বলা হয়।
১০) প্রশ্নঃ দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়?
উত্তরঃ শ্রীলঙ্কাকে।
১১) প্রশ্নঃ কোন দেশে মদ খাওয়ার জন্য লাইসেন্স বানাতে হয়?
উত্তরঃ দুবাইতে।
১২) প্রশ্নঃ মানব শরীরের ব্যস্ততম অঙ্গ কোনটি?
উত্তরঃ হৃদপিণ্ড।
১৩) প্রশ্নঃ ইঁদুরের কামড়ে কোন রোগ হয়?
উত্তরঃ প্লেগ রোগ হয় ইঁদুরের কামড়ে।
১৪) প্রশ্নঃ বিশ্বের সবথেকে লম্বা গাছের নাম কী?
উত্তরঃ হাইপরিয়ন। গাছটি বর্তমানে রয়েছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। গাছটির উচ্চতা প্রায় ১১৫.৮৫ মিটার।
১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের সবচেয়ে নোংরাতম অঙ্গ কোনটি?
উত্তরঃ নাভি মানব শরীরের সবচেয়ে নোংরাতম অঙ্গ (বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে নারীর প্রসঙ্গ ঢুকিয়ে দেয়া হয়েছে)।