লিখিত পরীক্ষায় পাশ করার সহজ হলেও ইন্টারভিউ ক্লিয়ার করা অনেকটাই কঠিন। কারণ যারা ইন্টারভিউ নেন ওই প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই ঘাটে যান। তবে ঠান্ডা মাথায় একটু ভাবলেই আপনিও উত্তর দিতে পারবেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ ভারত কে আবিষ্কার করেন?
উত্তরঃ ভাস্কো দা গামা।
২) প্রশ্নঃ ভারতের আদর্শ সময় রেখা কী?
উত্তরঃ ৮২.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
৩) প্রশ্নঃ কোন সালে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়?
উত্তরঃ ১৯৬১ সাল থেকে।
৪) প্রশ্নঃ সোয়াং কোন রাজ্যের বিখ্যাত লোক নৃত্য শিল্প?
উত্তরঃ হরিয়ানা।
৫) প্রশ্নঃ বর্তমান ভারতের কয়টি হাইকোর্ট রয়েছে?
উত্তরঃ ২৫টি।
৬) প্রশ্নঃ বিশ্বের প্রথম কোন দেশ তামাক সম্পূর্ণ নিষিদ্ধ করেছে?
উত্তরঃ ভুটান।
৭) প্রশ্নঃ জাতীয় ভোটার দিবস প্রতিবছর কোন দিন পালিত হয়?
উত্তরঃ ২৫শে জানুয়ারি।
৮) প্রশ্নঃ ভারতের সাংবিধানিক প্রধান কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।
৯) প্রশ্নঃ ব্রিটিশ লবণ আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন?
উত্তরঃ আইন অমান্য আন্দোলন।
১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে জিপসাম উৎপন্ন হয়?
উত্তরঃ রাজস্থান।
১১) প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানাটি কোথায় স্থাপন করে?
উত্তরঃ সুরাট।
১২) প্রশ্নঃ ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাইয়ের ট্রম্বে-তে।
১৩) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে?
উত্তরঃ কিরণ বেদী।
১৪) প্রশ্নঃ কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য?
উত্তরঃ উত্তর প্রদেশ।
১৫) প্রশ্নঃ মহিলাদের দুই পায়ের মাঝখানে কী থাকে?
উত্তরঃ হাঁটু (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।