২০১৩ সালে মার্সিডিজ বেঞ্জ জি ৬৩ এএমজি ৬X৬ নির্মাণ শুরু করে, পরে আবার ২০১৫ সালে এর বিশেষত্ব ধরে রাখতে এটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়। সবমিলিয়ে মাত্র ১০০টি মার্সিডিজ বেঞ্জ জি ৬৩ এএমজি ৬X৬-ই সৌভাগ্যবান চালকদের গতিপথে সঙ্গী হতে পেরেছে।
আর এ কারণেও মার্সিডিজ বেঞ্জ গাড়ির মডেলগুলোর মধ্যে এটি অন্যতম বিশেষ জায়গা জুড়ে রয়েছে। এর ৬X৬ পোর্টাল অ্যাক্সেল অন-রোড বা অফ-রোড, দুই অঞ্চলেই সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে থাকে। ‘মিলিটারি স্টাইল’ পিকআপ ট্রাক হিসেবে অত নামডাক না থাকলেও এই ঘরানার বেশ ভালো উদাহরণ এই গাড়িটি।
ভারতে কেবলমাত্র এই গাড়িটির G63 ভার্সনটিই পাওয়া যায়। তবে, আন্তর্জাতিক বাজারে রয়েছে এই গাড়িটির G65 ভার্সন। বর্তমানে এই G65 গাড়িটি বাজারে বিক্রি করা না হলেও, G63 গাড়িটির তুলনায় এই গাড়িতে রয়েছে আরও শক্তিশালী ইঞ্জিন।
https://bangla-bnb.saturnwp.link/iphone-camera-ar-alternative/
তবে পুরনো মডলের তুলনায় নতুন G63 মডেলটি রয়েছে একটি সম্পূর্ণ নতুন হেডল্যাম্প ক্লাস্টার। এই হেডল্যাম্প ক্লাস্টারে রয়েছে একটি সম্পূর্ণ LED সেট-আপ।