ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য নতুন ভিডিও এডিটিং ফিচার চালু করেছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। ফিচারগুলোর মধ্যে প্রথমটির নাম ইমু ভিডিও, অন্যটির নাম ইমু এডিট। খবর রয়টার্স।
ইমু ভিডিওর মাধ্যমে ছবি, ছবির বর্ণনা বা ক্যাপশনকে প্রম্পট হিসেবে ব্যবহার করে ৪ সেকেন্ডের ভিডিও বানানো যায়। অন্যদিকে এডিট ব্যবহার করে সহজ উপায়ে বা টেক্সট প্রম্পটের মাধ্যমে ভিডিও এডিট করার সুবিধা পাওয়া যাবে।
প্রতিবেদন অনুযায়ী, এসব টুল মেটার এআই মডেল ইমুর অগ্রগতির উদাহরণ। জেনারেটিভ এআই প্রযুক্তি ও কয়েকটি এআই ইমেজ এডিটিং টুলের সমন্বয়ে ইনস্টাগ্রামের জন্য নতুন ফিচার বানিয়েছে ইমু, যেখানে ব্যবহারকারী কোনো ছবি তোলার পর এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে।
https://bangla-bnb.saturnwp.link/cinir-bikolpo-khabar/
২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকেই জেনারেটিভ এআইয়ের মতো উদীয়মান বাজার নিয়ে কাজ করছে বেশ কয়েকটি প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক কোম্পানি। এদিক থেকে দ্রুতই নিজস্ব উপস্থিতির জানান দিচ্ছে মেটা।