বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমা কতখানি বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি। একদিকে যেমন পরিবেশ দূষণ, অন্যদিকে জ্বালানী তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে ইলেকট্রিক যানবাহনের দিকেই বেশি আগ্রহ দেখিয়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই আমাদের সামনে স্কুটার, বাইকের পাশাপাশি চারচাকাও এসে গিয়েছে।
আজ আমরা সেরকমই একটি চারচাকা সম্পর্কে আলোচনা করবো। এই গাড়িটির নাম ‘Microlino EV’। মূলত ফ্রান্সের বাজারে পাওয়া যাবে এই ইলেকট্রিক কম্প্যাক্ট গাড়িটি। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গাড়ির কিছু ফিচার্স সম্পর্কে। চারচাকা হলেও এই গাড়িটি কিন্তু অনেকটাই ছোটো।
প্রথম দেখায় মনে হতে পারে বাইকের উপর কেউ কিছু ঢাকা দিয়ে রেখেছে। তবে এই গাড়িতে অনেকটাই স্টোরেজ অপশন পেয়ে যাবেন। মূলত দু’জন বসতে পারবেন এই গাড়িতে। ৫৩৫ কেজি ওজনের এই গাড়িটিতে রয়েছে ২০০ লিটারের বুটস্পেস। ঘন্টায় ৯০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ পাওয়া যায় এই গাড়িতে।
সম্পূর্ণ চার্জে এটি ১১৫ কিলোমিটার পথ চলতে সক্ষম। বর্তমানে এই গাড়িটির দাম ১৭,৯০০ পাউন্ড। কম দাম অথচ দুর্দান্ত ফিচার্স থাকার কারণে ইউরোপে এই গাড়ির জনপ্রিয়তা অনেকটাই বেশি। তাইতো গ্রাহকদের মনে এই গাড়ি কেনার চাহিদা ক্রমাগত বাড়ছে।