বলিউডের বরেণ্য অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। সত্তর দশকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম মৌসুমী। ভারতীয় বাংলা সিনেমায়ও দাপটের সঙ্গে অভিনয় করেছেন এই বাঙালি অভিনেত্রী।
সত্তর দশকে পরিচালক মহেশ ভাট বলেছিলেন— যখন তুমি ক্যারিয়ারের শীর্ষে থাকবে, তখন অন্তঃসত্ত্বা হয়ে পড়বে।’ ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে এ তথ্য জানিয়েছেন মৌসুমী।
৭০ বছর বয়সী মৌসুমী চ্যাটার্জি বলেন, ‘‘অভিনেত্রী হিসবে আমি কখনো শতভাগ দিতে পারিনি। একবার মহেশ ভাট বলেছিলেন, ‘তুমি যখন ক্যারিয়ারের শীর্ষে থাকবে, তখন অন্তঃসত্ত্বা হয়ে পড়বে। আর এটি তোমার ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করবে।’ আমি মহেশ ভাটকে বলেছিলাম, মা হলে আমার জীবন আরো রঙিন হয়ে উঠবে।’’
ক্যারিয়ারকে কখনো মূল্যবান মনে করেননি মৌসুমী। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার ক্যারিয়ার আছে। এটা নিয়ে আমি কখনো চাপ নিইনি। কারণ আমি যা চেয়েছি, তা আমার আগে থেকেই ছিল। আমার তারকা খ্যাতি ও ক্যারিয়ারকে কখনো মূল্যবান মনে করিনি।’
মনোজ কুমারের সঙ্গে ‘রোটি কাপড়া অউর মকান’ সিনেমার কাজ করার সময়ে গর্ভবতী হন মৌসুমী। তা স্মরণ করে মৌসুমী বলেন, ‘আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে মনোজের মনখারাপ হয়ে গিয়েছিল।’ এ সিনেমায় ধর্ষিতা নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন মৌসুমী। অন্তঃসত্ত্বা অবস্থায় ধর্ষণ দৃশ্যে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।