শীত কিংবা বর্ষা নেই, এখন সারা বছরই মশার উপদ্রব ভীষণ রকম। ফলে ছড়াচ্ছে নানা রকম রোগও। নানা রকম ব্যবস্থা নিয়েও মশা তাড়াতে ব্যর্থ অনেকেই। মশা মারতে কামান দাগানো লাগবে না।
চাইলে ঘরোয়া উপায়েই তাড়াতে মারেন মশা। জেনে নিন কিছু টিপস-
ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে, ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন। এর ফলে হলুদ আলোর সৃষ্টি হবে। দেখবেন মশা কমে গেছে, কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।
ব্যবহৃত চাপাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এবার শুকনো চাপাতা ধূপের বদলে ব্যবহার করুন। শুকনো চাপাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সব মশা-মাছি পালিয়ে যাবে।
প্রতিদিন নিসিন্দা ও নিমপাতার গুঁড়া ধূপের সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।
কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পোড়ালে যে ধোঁয়া হবে তাতে মশা দূর হবে।
https://bangla-bnb.saturnwp.link/kon-color-a-ghor/
কাচ ঢাকা বাতিদানি বা মোমদানিতে মোম জ্বালিয়ে তার ওপর দু-একটা ব্যবহৃত মশা মারার রিপেলেন্ট রেখে দিন। আলোর সঙ্গে সঙ্গে মশা তাড়ানোর কাজও হবে।
মশা তাড়ানোর একটা সহজ উপায় হলো, কয়েক টুকরো কর্পূর আধা কাপ পানিতে ভিজিয়ে খাটের নিচে রেখে দিন। মশা ধারে-কাছেও আসবে না।