এক সময় মটোরোলা মোবাইল প্রস্তুতকারক সংস্থা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হিসাবে বিবেচিত হত! কিন্তু সময়ের সাথে সাথে মটোরোলা কোম্পানি পিছিয়ে পড়ে। গত কয়েক বছর ধরে মটোরোলা কোম্পানি বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং ক্রমাগত একাধিক নতুন স্মার্টফোন নিয়ে আসছে গ্রাহকদের জন্য।
সম্প্রতি, মটোরোলা ফোন নির্মাতা সংস্থা আরও একটি নতুন ফোন Moto E32s লঞ্চ করেছে। মটোরোলা Moto E32s স্মার্ট ফোনটিতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে যা ৯৮ হার্জের রিফ্রেশ রেটের সাথে আসে। এই নতুন স্মার্টফোনটিতে দেওয়া আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে আপনাকে ১৫ ওয়াট ফাস্ট চার্জার দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে।
ফোনের দাম কম হলেও ব্যাটারির পাশাপাশি ক্যামেরা ভালো দিয়েছে কোম্পানি। ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ইনস্টল করা রয়েছে ফোনটিতে। ফোনের সমকনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে সংস্থা।
মোবাইলের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি চার্জার এবং এটি অ্যান্ড্রয়েড ১১ সাপোর্টের সাথে আসবে। ৩ জিবি RAM + ৩২ জিবি স্টোরেজ, ৩ জিবি RAM+ ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ অপশনে ফোনটি কিনতে পারবেন।
Moto E32s ৫জি দাম খুবই কম রাখা হয়েছে। মাত্র ৭ হাজার ৫৮৮ টাকায় এই স্মার্টফোন পেয়ে যাবেন। ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্ম থেকে সহজেই এটি কিনতে পারেন। অনলাইন অফারে কিনলে আরও কমের মধ্যেও এটি পেয়ে যেতে পারেন।