ভারতের বাজারে লঞ্চ হয়েছে মটোরোলা এজ ৪০। দারুণ ক্যামেরা এবং স্টোরেজ অপশন সহ লঞ্চ হয়েছে ফোনটি। মোটামুটি মিড রেঞ্জ বাজেটের এই ফোন। রয়েছে একাধিক কালার অপশন। সেলফির তোলার জন্য দেওয়া হয়েছে বড় ক্যামেরা।
মটোরোলা এজ ৪০ এ রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর সহ ১৪৪ হার্জের রিফ্রেশ রেট। ফোনটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এর সঙ্গে অনেক অফারও দেওয়া হচ্ছে, যার ফলে ফোনটির মূল দামের থেকে কেনার সময় দাম কিছুটা কম
মটোরোলা এজ ৪০ স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি+ (২৪০০×১০৮০ পিক্সেল) পোলার ডিসপ্লে। ডিসপ্লে তৈরি করা হয়েছে স্যান্ডব্লাস্টেড অ্যালুমিনিয়াম বেজেল দিয়ে। এতে রয়েছে কার্ভড থ্রিডি গ্লাস অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট ফিচার। রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ ৫জি প্রসেসর।
৮ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হচ্ছে এই ফোনে। মটোরোলা এজ ৪০ স্মার্টফোন কাজ করে অ্যান্ড্রয়েড ১৩ এ। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সলের। ম্যাক্রো ভিশনের জন্য একটি আল্ট্রাওয়াইড লেন্স সহ একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ফোনে রয়েছে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার তারযুক্ত চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪৪০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ওয়াইফাই ৬, ব্লুটুথ ভি৫.২ এবং জিপিএসের মতো ফিচার রয়েছে। ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সেন্সর। ফোনের দাম ২৯ হাজার ৮৯৯ টাকা। এটি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। ইতিমধ্যে প্রি অর্ডার শুরু হয়েছে। ইকলিপস ব্ল্যাক, লুনার ব্লু এবং নেবুলা গ্রিন রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।