নেপাল ফ্রাঞ্চাইজি কাবাডি লিগ আয়োজন করবে। সেই ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের ৬ জন খেলোয়াড় নিলামে ডাক পেয়েছিলেন। সবাই দল পেয়েছেন।
পোখরা লেকার্সে ডিফেন্ডার সবুজ মিয়া ও অলরাউন্ডার মনিরুল চৌধুরি, ধাঙদি ওয়াইল্ড ক্যাটসে অলরাউন্ডার ইয়াসিন আরাফাত, কাঠমান্ডু ম্যাওক্রিকসে রেইডার মিজানুর রহমান,হিমালয় রাইডার্সে শাহ মোহাম্মদ শাহান ও রোমান। ১৭ জানুয়ারি- ০১ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রাঞ্চাইজি লিগ চলবে।
বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা ভারতের প্রো কাবাডিতেও খেলেছে। কাবাডি খেলোয়াড়দের অনেকেই সার্ভিসেস সংস্থায় চাকুরি করেন। সংশ্লিষ্ট বিভাগ থেকে ছুটি না পাওয়ায় বিদেশে খেলতে না পারার ঘটনাও ঘটেছে। নেপালের আসন্ন লিগ নিয়ে এই সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘তারা জাতীয় দলের খেলোয়াড় এবং বিদেশে লিগে খেলার মাধ্যমে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করবে। এই বিষয়টি সংস্থাগুলো অবশ্যই বিবেচনা করবে আশা করি এবং খেলোয়াড়দের খেলতে যাওয়ার ব্যাপারে ফেডারেশন সকল বিষয়েই পাশে থাকবে।’
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এক সময় এশিয়ান গেমসে কাবাডিতে বাংলাদেশের পদক ছিল নিয়মিত। গত দুই এশিয়ান গেমসে কাবাডিতে পদকশূন্য বাংলাদেশ। সর্বশেষ চীনের হাংজুতে নেপাল কাবাডিতে প্রথমবারের মতো পদক জিতেছে। সেই নেপাল এখন কাবাডিতে ফ্রাঞ্চাইজ লিগও করছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বিগত কমিটি বিভিন্ন টুর্নামেন্টে কোটি টাকা খরচ করেও এশিয়ান গেমসে ব্যর্থ হয়েছে।