নেপালে পৌঁছে গতকালই প্রথম মাঠের অনুশীলন সেরেছেন সাবিনা খাতুনরা। কাঠমাণ্ডুর আনফা কমপ্লেক্সে নির্ধারিত দেড় ঘণ্টা সময়ের চেয়েও কোচ পিটার বাটলার অনুশীলন করিয়েছেন আরো আধা ঘণ্টা বেশি। এতেই বোঝা যায়, মুকুট ধরে রাখার অভিযানে বাংলাদেশ দল কতটা সিরিয়াস। সকালের অনুশীলন সেরে দুপুরে টুর্নামেন্টে অংশ নেওয়া সাত দলের কোচ ও অধিনায়কদের নিয়ে হয়েছে সংবাদ সম্মেলন।
সেখানেই বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, সেরা সাফল্য পেতে তাঁরা প্রস্তুত।
নেপালে ‘কয়েক মাস ধরে আমাদের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। আর সাফ হচ্ছে সব সময় আলাদা, সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করে। আমার মনে হয়, সব দল প্রস্তুতি নিয়েই এসেছে।
একইভাবে আমাদের প্রস্তুতিও ভালো, সব কিছু মিলিয়ে টুর্নামেন্টের জন্য আমাদের দল প্রস্তুত আছে’—বলেছেন সাবিনা। দশরথ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে আজ পর্দা উঠেছে টুর্নামেন্টের। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে। এর দুই দিন পর প্রতিপক্ষ ভারত।
গত আসরে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা পুনরুদ্ধারে আটঘাট বেঁধে প্রস্তুতি নিয়েছে তারা। দেশটির কোচ সান্তোস ক্যাশপ এবারও বাংলাদেশকে শক্তিশালী মানছেন, ‘বাংলাদেশ খুবই শক্তিশালী দল। আমি তাদের ম্যাচগুলো দেখেছি, অন্যদের ম্যাচও দেখেছি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
সর্বশেষ আসরে বাংলাদেশের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। দুই বছর আগের হার অবশ্য এখন আর মনেই করতে চাইলেন না পাকিস্তানের অধিনায়ক মারিয়া জামিলা খান, ‘আমি বলতে চাই, অতীত অতীতই। শুরুতেই আমরা মনোযোগ দেব প্রথম ম্যাচের দিকে। এরপর আমরা বাংলাদেশ ম্যাচে নিয়ে ভাবব।’