ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস।
এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। তবে আজকের ট্রেন্ড অনুযায়ী ভারতীয়রা এবার বেশি করে পছন্দ করছে এসইউভি গাড়ি। আর SUV গাড়ির কথা বললে ব্যাপক সস্তায় গাড়ি এনে চমকে দিয়েছে Nissan কোম্পানি।
যেই সস্তার গাড়ি সমন্ধে আপনাদের জানাচ্ছি তার নাম হল Nissan Magnite। আকর্ষণীয় ডিজাইনের সাথে এই গাড়ি মার্কেটে লঞ্চ করেছে কোম্পানি। সস্তায় উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে এই গাড়ি বানিয়ে ভারতীয় মার্কেটকে নাড়িয়ে দিয়েছে Nissan। ২০২৩ সালের সেরা গাড়ি হিসাবে চর্চায় রয়েছে এই গাড়ি।
এই গাড়ি ১ লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ যা ৭১ bhp শক্তি এবং ৯৬ Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম। এছাড়াও, এর ১ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিনের বিকল্পও রয়েছে, যা ৯৯ bhp শক্তি এবং ১৬০ Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটি প্রায় ২৯ kmpl মাইলেজ দেয়।
এই গাড়িতে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে অ্যাকসেস করা যায়। JBL স্পিকার, অ্যাপ-ভিত্তিক কন্ট্রোল সহ অ্যাম্বিয়েন্ট লাইটিং, ট্র্যাজেক্টরি নির্দেশিকা সহ রিয়ারভিউ ক্যামেরা গাড়িটির প্রিমিয়াম হওয়ার কারণ। তবে এত কিছু সত্বেও এই গাড়ির দাম মাত্র ৬.৫০ লাখ টাকা। বাজেট রেঞ্জের মার্কেটে এই গাড়ি ভারিমাত্রায় পরাস্ত করতে পারে স্করপিওকে।