সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নতুন মেঘাই এলাকায় যমুনা নদী তীর রক্ষার বাঁধে ধসে নেমেছে। শুষ্ক মৌসুমে শুক্রবার রাতে ধসে নেমে বাঁধের প্রায় ৬৫ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সংবাদ পেয়ে কাজিপুর সেনা ক্যাম্পের সদস্যরা বালিভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করেছে। এদিকে শুষ্ক মৌসুমে বাঁধে ধস নামায় নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর জানান, বাঁধের সামনে প্রায় দুইশ মিটার নদীর অভ্যন্তরে বিশাল চর জেগে উঠেছে। যে কারণে নদীর স্রোত এসে সরাসরি তীরে আঘাত করছে। ফলে যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে প্রায় ৬৫ মিটার এলাকা বিলীন হয়ে গেছে।
তিনি আরো জানান, কাজিপুর সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে ভাঙ্গনরোধে বালিভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। সেনা সদস্যদের সহায়তায় ভাঙন ঠেকাতে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৬৫০টি বালিভর্তি জিওব্যাগ ফেলা হয়েছে। তবে সাধারন মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে ধ্বস নিয়ন্ত্রনে রয়েছে।