নোকিয়া সংস্থা তাদের কারখানায় তৈরি করছে নতুন নতুন স্মার্টফোন। আর তাতে থাকছে দুর্দান্ত সব ফিচার্স ও স্পেসিফিকেশন। ভারতের স্মার্টফোনের বাজারে সম্প্রতি নোকিয়ার তরফে একটি স্মার্টফোন লঞ্চ করেছে সংস্থা। এটিতে যেমন রয়েছে একাধিক ফিচার্স ও তেমনই স্পেসিফিকেশন। আর এটি একটি ৫জি স্মার্টফোন। স্মার্টফোনটি হল Nokia 7610 Smart 5G। অনেকেই বলছে এবার নোকিয়ার স্মার্টফোন আইফোনকে টক্কর দিতে চলেছে।
এবার জেনে নেওয়া যাক নতুন কি কি ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে। সবার আগে ডিসপ্লে-এর কথা বললে স্মার্টফোনটিতে রয়েছে ৭.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। সেফটি ফিচার হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ৭। এর পাশাপাশি দুর্দান্ত ক্যামেরা ও স্পেসিফিকেশন নিয়ে বাজারে হাজির হচ্ছে নোকিয়ার নতুন স্মার্টফোনটি। এটির ডিসপ্লে সাইজ ৭.৬ ইঞ্চি সাধারণ স্মার্টফোনের থেকে অনেকটাই বড়। এর পাশাপাশি রয়েছে ৪কে পিক্সেল রেজোল্যুশন।
এটির প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট। এটি দু’টি ভ্যারিয়েন্টে লঞ্চ করছে। একটি মডেলে ১২জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং অপরটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল মেমোরি। তবে এটিতে আলাদা করে কোনো কার্ড স্লট থাকবে না। জানা গিয়েছে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ -তে রান করে। এটির প্রাইমারি ক্যামেরা হল ১০৮ মেগাপিক্সেল ও এর পাশাপাশি আরও দু’টি ক্যামেরা যা ৪৮ ও ১২ মেগাপিক্সেল।
সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেন্সর। ব্যাটারি রয়েছে ৭২০০ এমএএইচ। নোকিয়া স্মার্টফোন তার সফটওয়্যার, হার্ডওয়্যার ও স্টোরেজের জন্য বেশ জনপ্রিয়। এছাড়া স্মার্টফোনটির ক্যামেরা দুর্দান্ত হওয়ার জন্য অনেকেই মনে করছেন আইফোনকে এবার টেক্কা দিতে পারে এটি।