নতুন সিরিজের ১২ মডেল উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। সুপারভুক চার্জিং, ফ্লুইড ও ক্যামেরা সক্ষমতায় মডেলটি ডিজাইন করা। বর্ন ফর স্পিড দর্শনে মধ্যম বাজেটের মডেল এটি।
নির্মাতা সূত্রে জানা গেছে, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন, যা মিড-রেঞ্জের স্মার্টফোন গ্রাহকের উদ্দেশ্যে নির্মিত। ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম শক্তিশালী চিপসেটের সঙ্গে সমন্বয় করে কাজ করে।
সুপারভুক চার্জিং সিস্টেমটি ৬৭ ওয়াটের।
১৯ মিনিটে মডেলটি শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। বিশেষ বৈশিষ্ট্য মাত্র ৫ মিনিটে ডিভাইসটি ১৮ শতাংশ চার্জ হয়ে যায়। ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার, সঙ্গে থাকবে ২:১ ডুয়াল চার্জ পাম্প প্রযুক্তি। ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি, ১২০ হার্টজ আলট্রা-স্মুদ অ্যামোলেড ডিসপ্লে প্রদর্শন করে দুই হাজার নিট পিক ব্রাইটনেস। বিশেষ রেইনওয়াটার স্মার্ট টাচ ও এআই প্রটেক্টিভ ফিল্ম টাচের মতো উদ্ভাবনী প্রযুক্তিগত ফিচার যে কোনো পরিস্থিতিতে পরিষেবা নিশ্চিত করে।
বিশেষ ফিচারে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, ৫০ এমপি সনি এলওয়াইটির ৬০০, মূল ক্যামেরায় রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস) ও সনি সেন্সর। ৮ জিবি র্যাম (৮ জিবি ডায়নামিক র্যাম) ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ পাওয়া যাচ্ছে।