দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছদের সমঝোতা করতে পেরেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জোলির আইনজীবী খবরটি জানিয়েছেন। তবে পিটের আইনজীবী এ বিষয়ে এখনও কথা বলেননি। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
জোলি ও পিট বিয়ে করেন ২০১৪ সালে। ২০১৬ সালে জোলি আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেন। কারণ হিসেবে তিনি ‘অমিমাংসিত মতবিরোধের’ কথা উল্লেখ করেন।
তাদের রয়েছে ৬ সন্তান। একসময় তাদের অভিভাবকত্ব কে নেবেন, এই নিয়ে তিক্ত লড়াই শুরু হয় জোলি ও পিটের। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত দেয়।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা দিয়ে জোলি ও পিটের পরিচয় হয়। তারা একে অপরের প্রেমে পড়েন এবং বিয়ে করেন। ভক্তদের কাছে এই সাবেক দম্পতি ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত।
জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন। অন্যদিকে এটি ছিল ব্র্যাড পিটের দ্বিতীয় বিয়ে। তিনি জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন।
অ্যাঞ্জেলিনা জোলির অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘জিয়া’, ‘অরিজিনাল সিন’, ‘সল্ট, ‘লারা ক্রফট’, ‘ টুম্ব রেইডার’, ‘চেঞ্জলিং’, ‘গার্ল’, ‘ইন্টারাপটেড’। ব্র্যাড পিটের বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ফাইট ক্লাব, ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড এবং টুয়েলভ মাংকিজ।