অ্যান্ড্রয়েড প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে যথেষ্ট নাম করেছে ওয়ানপ্লাস। দুর্দান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার অভিজ্ঞতার মেলবন্ধন একে করে তুলেছে অন্যতম জনপ্রিয় ফোন। মোবাইল ফোন প্রেমীরা সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করে এই সংস্থার নতুন মডেলের লঞ্চ হওয়ার জন্য।
গ্রাহকদের এই চাহিদা থেকেই জুলাই মাসে one plus Nord CE 3 5G phone launch করেছিল এই জনপ্রিয় কোম্পানি।
আর সম্প্রতি অর্থাৎ গতকাল এই ফোনটি প্রথমবারের মতো একে সেলে নিয়ে আসা হলো। one plus Nord CE 3 5G phone এর বৈশিষ্ট্যের কথা বললে এই ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 782g চিপসেট, ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর এবং ৫০০০ mAh ব্যাটারি, আর দামও রাখা হয়েছে একেবারে মিডরেঞ্জের মধ্যে। এই মুহূর্তে ফোনটির দাম পড়বে ২৬ হাজার ৯৯৯ টাকা। শুনুন এক নজরে দেখে নেয়া যাক এই সেল ও ফোনের সমস্ত খুঁটিনাটি।
স্টোরেজ ভ্যারিয়েন্ট : দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিকল্পে পাওয়া যাবে ফোনটি। প্রথম অর্থাৎ বেস মডেলটিতে অফার করা হয়েছে 8gb ram ও ১২৮ জিবি স্টোরেজ যার দাম ২৬ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে ১২gb Ram ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৮ হাজার ৯৯৯ টাকা।
রংয়ের বিকল্প : এই ফোনটি দুটি রঙের বিকল্পে কিনতে পারবেন একটি অ্যাকোয়া সার্জ এবং অপরটি গ্রে সিমার।
ক্যামেরা : ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরাও সেটআপ বর্তমান। এগুলির মধ্যে রয়েছে- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট আর সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপ : ফোনটিতে ৮০w চার্জিং সাপোর্ট যুক্ত 5000mah battery দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য অত্যাধুনিক ফিচারস অফার করা হচ্ছে ফোনটিতে।
তবে সব থেকে বড় খবর এই মুহূর্তে আপনি যদি একটি ফোন কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য দারুন সুযোগ। এই মুহূর্তে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং amazon এ চলছে সেল। গ্রাহকরা নির্বাচিত ব্যাংকের কার্ড ব্যবহার করলে ফোনে অতিরিক্ত দু হাজার টাকা ছাড়ের সুযোগ পাবেন।