আধুনিকতার যুগে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। বিভিন্ন কোম্পানির স্মার্টফোন আমরা ব্যবহার করে থাকি। ভারতে প্রচলিত জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে অন্যতম হলো ওয়ানপ্লাস (Oneplus Phones) এই ফোনের আকর্ষণীয় ফিচার্স গুলির জন্য বহু মানুষ ব্যবহার করেন এই কোম্পানির ফোন। কিন্তু খুব শীঘ্রই ভারতে বন্ধ হতে চলেছে ওয়ান প্লাস ফোনের ব্যবসা। ওয়ানপ্লাস সম্পর্কে একটি বড় তথ্য সামনে এসেছে। আপনি যদি এই ফোনের গ্রাহক হয়ে থাকেন বা এই ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বর্তমানে মানুষ নিজেদের সাধ্যের মধ্যে থেকে যতটা বেশি সম্ভব সুবিধা উপভোগ করার চেষ্টা করেন। সেই দিক থেকে ওয়ানপ্লাসের (Oneplus Phones) মডেলগুলি একেবারেই উপযুক্ত। এদের একাধিক আকর্ষণীয় ফিচারস গ্রাহকদের মন আকর্ষণ করতে সক্ষম। এছাড়াও এর ক্যামেরা কোয়ালিটির জন্যও বাজারে এই কোম্পানির ফোনের চাহিদা তুঙ্গে। কিন্তু এই সুযোগ-সুবিধা ভোগ করার দিন বোধহয় শেষ হয়ে এলো। শোনা যাচ্ছে, ১ লা মে থেকে ভারতের বাজারে অফলাইন স্টোরগুলিতে ওয়ানপ্লাস (Oneplus Phones) মোবাইলের কোন মডেল বিক্রি করা হবে না।
তথ্যসূত্রে জানা গেছে, ১ লা মে থেকে ভারতের বাজারে অফলাইনে কোন স্টোর থেকে ওয়ানপ্লাস (Oneplus Phones) মোবাইল বা সেই কোম্পানির এয়ার বার্ড, ট্যাবলেট কোন কিছুই আর বিক্রি করা হবে না। হিসাব মতো ভারতে অফলাইনে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে ওয়ানপ্লাসের আয়ু আর মাত্র ৭ দিন। ওয়ানপ্লাসের স্মার্ট ফোন কিংবা অন্য যেকোনো ডিভাইস অফলাইন স্টোর থেকে কিনতে হলে তা ৭ দিনের মধ্যেই কিনতে হবে।
কেন হঠাৎ করে ওয়ানপ্লাসের (Oneplus Phones) মতো জনপ্রিয় ব্র্যান্ডকে ভারতের অফলাইন বাজারে ব্যান করে দেওয়া হল সেই প্রশ্ন মনে আসতেই পারে। আর তার উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, সম্প্রতি সাউথ ইন্ডিয়ান অর্গানাইজড রিটেইলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভারতের অফলাইন বাজারে ওয়ানপ্লাসের যেকোনো রকম ডিভাইস বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস কোম্পানির বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার অভিযোগ তুলে এমন নির্দেশ দিয়েছে ওআরএ।
দিনে সর্বাধিক কত টাকা তোলা যায় ATM থেকে? কত টাকাই বা তুলতে পারবেন একদিনে?
ভারতবর্ষে ব্যবসা করছে এমন প্রায় ৪৩০০ রিটেলারদের প্রতিনিধিত্ব করছে সাউথ ইন্ডিয়ান অর্গানাইজড রিটেলারস অ্যাসোসিয়েশন। সেই সংস্থার তরফ থেকে যখন কোন নির্দেশ জারি করা হয়, তখন তা মানতে বাধ্য থাকে সারা ভারতবর্ষব্যাপী রিটেল ব্যবসায়ীরা। যদি সত্যিই ১ লা মে থেকে ভারতে ওয়ানপ্লাসের (Oneplus Phones) যাবতীয় ডিভাইসের বিক্রি বন্ধ করে দেওয়া হয়, তাহলে শুধু কোম্পানি নয় সমস্যায় পড়তে পারে ইতিমধ্যে বিক্রিত ডিভাইস গুলির ব্যবহারকারীরাও। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত জনসমক্ষে কোন ঘোষণা করেনি কর্তৃপক্ষ।