ওয়ানপ্লাস সম্প্রতি ভারতীয় বাজারে তার প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 12R লঞ্চ করেছে। এখন কোম্পানি তার গত বছর লঞ্চ হওয়া প্রিমিয়াম স্মার্টফোন ওয়ানপ্লাস 11R ফোনের দাম কমিয়ে দিয়েছে। এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ গ্রেড স্পেসিফিকেশন অফার করে। ফোনটি একটি হাই-এন্ড কোয়ালকম চিপসেটে কাজ করে।
ওয়ানপ্লাস 11R ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। কোম্পানি দুটি ভ্যারিয়্যান্টের দাম কমিয়ে দিয়েছে। ফোনটি শপিং সাইট Amazon এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে। আসুন ওয়ানপ্লাস 11R ফোনের নতুন দাম কত জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস 11R ফোনটি গত বছর ফেবরুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এটি দুটি মডেলে আসে – 8GB RAM+128GB স্টোরেজ এবং 16GB RAM+256GB স্টোরেজ। এই দুটি মডেলের দাম 39,999 টাকা এবং 44,999 টাকা ছিল।
এখন 8GB RAM মডেলটি 2000 টাকা সস্তা হয়ে গিয়েছে। পাশাপাশি, 16GB RAM মডেলটি 3000 টাকা সস্তা হয়েছে। ছাড়ের পর ফোনের দুটি মডেল 37,999 টাকা এবং 41,999 টাকায় কেনা যাবে।
গ্রাহকরা এই ফোনের কেনাকাটায় ICICI কার্ড পেমেন্টে ইনস্ট্যান্ট 1000 টাকার ছাড়ও পেতে পারেন। ওয়ানপ্লাস 11R ফোনটি গ্যালাকটিক সিলভার এবং সোনিক ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।
ওয়ানপ্লাস ফোনটি 6.74-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ আসে। এতে 120Hz রিফ্রেশ সাপোর্ট দেওয়া।
স্মার্টফোনটি অক্টা-কোর Snapdragon 8+ Gen 1 4nm প্রসেসরের সাথে পেয়ার করা হয়েছে। এটি 16GB পর্যন্ত LPDDR5X RAM সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে প্রাইমারি সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেল পাওয়া যাবে।
পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।