লঞ্চ হওয়ার খুব কাছে রয়েছে ওয়ানপ্লাস নর্ড ৩ কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে ওয়ানপ্লাস নর্ড এবং ওয়ানপ্লাস নর্ড ২ লঞ্চ করেছে বাজারে। বলা বাহুল্য নর্ড সিরিজের এই দুটি ফোনই গ্যাজেড প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। তাই ওয়ানপ্লাস নর্ড থ্রি নিয়ে প্রত্যাশা বেড়েছে কয়েক গুণ।
ওয়ানপ্লাস নর্ড ৩ এর স্পেসিফিকেশন বা ফিচারের ব্যাপারে অনেক দিন ধরেই জল্পনা চলছে। ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন লঞ্চের ঘোষণা শীঘ্রই করা হতে পারে বলে মনে করা হচ্ছে। লঞ্চের আগেই এর দামের বিবরণ প্রকাশ করা হয়েছে। র্যাম ও স্টোরেজের দুটি ভ্যারিয়েন্টে ইউরোপে লঞ্চ হতে পারে এই স্মার্টফোনটি। টিপস্টার রোল্যান্ড কোয়ান্টের মতে, বেস মডেলটি ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সহ বলে জানা গিয়েছে।
ফোনের দামের ব্যাপারেও আভাস পাওয়া গিয়েছে। এই ভ্যারিয়েন্টটি পাওয়া যেতে পারে ৪৪৯ ইউরোতে (প্রায় ৪০,০০০ হাজার টাকা)। অন্য একটি একটি ভ্যারিয়েন্টে ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এর দাম অনুমান করা হচ্ছে ৫৪৯ ইউরো (প্রায় ৪৮,৫০০ টাকা)। ফোনের মূল্য বিভিন্ন বাজারের সাথে পরিবর্তিত হতে পারে। বিদেশি বাজারে দামের সঙ্গে ভারতীয় বাজারে দাম হয়তো মিলবে না। অন্যান্য বাজারের তুলনায়, ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ এর লঞ্চ কম দামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে ৬.৭৪ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ। ফোনের পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকতে পারে। এতে থাকতে পারে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে পাওয়া যেতে পারে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি ডাইমেনসিটি ৯০০০ চিপসেটের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। ফোনটিতে ১৮ ওয়াট চার্জিং সমর্থন সহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকতে পারে।