বর্তমানে বাজারে ৫জি স্মার্টফোনের রমরমা। কারণ ৫জি স্মার্টফোনে ইন্টারনেট পরিষেবা হয়ে যায় আরও দ্রুত। এর ফলে ইন্টারনেটের সঙ্গে যুক্ত কাজ আরও তাড়াতাড়ি করা সম্ভব হয়। দেশের বেশ কিছু শহরে ইতিমধ্যে ৫জি পরিষেবা চালু হয়েছে।
এই কারণে বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা তাদের কারখানায় তৈরি করছে ৫জি স্মার্টফোন। বর্তমানে অনেকেই কম দামে একাধিক ফিচার্স নিয়ে হাজির হবে এমন স্মার্টফোন কেনার চিন্তা করেন। তবে আজকের প্রতিবেদনটিতে রইল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা।
স্মার্টফোন তৈরি সংস্থা ওয়ানপ্লাস তাদের একটি স্মার্টফোনের উপর ডিসকাউন্ট দিচ্ছে। এর মাধ্যমে আপনি অনেক দামে স্মার্টফোনটি কিনতে পারবেন। আর সেটি হল OnePlus Nord CE 3 Lite 5G। এটি আপনি পাবেন ই-কমার্স সাইট আমাজনে। স্মার্টফোনটির একটি ভ্যারিয়েন্ট ৮জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি স্মার্টফোনটি ১৯,৯৯৯ টাকায় আমাজনে বিক্রি হতে দেখা যাচ্ছে।
এর পাশাপাশি গ্রাহকেরা যদি স্মার্টফোন টি এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফারের সুবিধা কাজে লাগায় তবে আরও কম দামে তারা স্মার্টফোনটি কিনতে পারবেন৷ গ্রাহকের কাছে যদি OneCard ক্রেডিট কার্ড থাকে তবে সেই কার্ডের মাধ্যমে কিনলে ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন। Yes Bank -এর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
এক্সচেঞ্জ অফারের মাধ্যমে স্মার্টফোনটি কিনতে গেলে আগে গ্রাহকের মোবাইলটি একেবারে ভালো থাকতে হবে। এর ফলে সেই স্মার্টফোনের মাধ্যমে OnePlus Nord CE 3 Lite 5G কিনলে ১৮,৮৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। এর মাধ্যমে গ্রাহক মাত্র ১,১৪৯ টাকা স্মার্টফোনটি কিনতে পারবেন।