ইলিউশন হল এমন একটি প্রক্রিয়া যেটি খুব সহজেই বিভ্রান্ত করে দিতে পারে আমাদের। এদিকে, বর্তমান সময়ে নেটমাধ্যমের দৌলতে আমরা এমন কিছু ছবি দেখতে পাই যেগুলি আমাদের চোখে অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে দৃষ্টিভ্রম ঘটায়। মূলত, ওই ছবিগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় কিছুটা ভিন্ন হয়।
শুধু তাই নয়, এই ছবিগুলিতে নির্দিষ্ট কোনো বিষয়ের সঠিক অবস্থানটি চিহ্নিত করতে হয়। আর ওই চিহ্নিতকরণের মাধ্যমেই সমাধান হয় ছবিটির। এমতাবস্থায়, যাঁরা নিয়মিত ধাঁধা সমাধান করেন তাঁরাও এগুলির সমাধানের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেন।
যদিও, কিছু কিছু ক্ষেত্রে এই ছবিগুলি এতটাই কঠিন হয় যে অধিকাংশ মানুষই এগুলির ঠিক উত্তর দিতে পারেন না। এমতাবস্থায়, বর্তমানে আরও একটি ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেখানে উল্টোনো “S”-এর ভিড়ে লুকিয়ে থাকা একটি সঠিক “S”-কে খুঁজে পেতেই ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। এই প্রতিবেদনে সেই ছবিটি সমাধান করার জন্য আমরা সেটি উপস্থাপিত করছি পাঠকদের সামনে।
এই ছবিতে লুকিয়ে রয়েছে সঠিক “S”: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটির দিকে হঠাৎ করে তাকালে মনে হবে সেখানে হয়তো শুধুমাত্র ইংরেজির উল্টোনো “S” উপস্থিত রয়েছে। কারণ, সমগ্ৰ ছবিজুড়েই সারিবদ্ধকাবে লেখা রয়েছে উল্টোনো “S”। তবে, ওই সেগুলির ভিড়েই একটি জায়গায় লুকিয়ে রয়েছে সঠিক “S”-টিও। আর সেটিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে ছবিটির।
আপনিও, ওই সঠিক “S”-টি খুঁজে দেখার চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে সেটিকে। তবে, বারংবার খুঁজেও আপনি যদি “S”-টির অবস্থানটি শনাক্ত করতে না পারেন সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ, আমরা সেটি জানিয়ে দিচ্ছি।
এইখানে রয়েছে ওই “S”-টি: ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেই কিন্তু লুকিয়ে থাকা ওই “S”-টি খুঁজে পাওয়া সম্ভব। একটু খুঁটিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, ছবিটির একদম বামদিকে দ্বিতীয় সারিতে নিচ থেকে প্রথম লাইনেই উল্টোনো “S”-এর ভিড়ে লেখা রয়েছে সঠিক “S”-টি। সমগ্ৰ ছবিটিতে শুধুমাত্র ওইখানেই সঠিক অক্ষরটি লেখা রয়েছে।
এমতাবস্থায়, ভালোভাবে বোঝানোর জন্য আমরা সেটিকে একটি লাল বৃত্তের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে “S”-টিকে খুঁজে পেয়ে যান তাহলে মানতেই হবে যে আপনার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর এবং আপনি জিনিয়াসও বটে।